রামপুরহাট, ২৫ মার্চ : রয়েছে স্বাস্থ্যসাথি কার্ড। কিন্তু মিলছে না পরিষেবা। কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসাধীন রোগীরা ওষুধ পাচ্ছেন না রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক সাফ জানিয়ে দিচ্ছে যে বকেয়া টাকা না পেলে ওষুধ দিতে পারবে না।
স্বাস্থ্যসাথি কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল, যাতে প্রতিটি প্রান্তিক মানুষ উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা পান। বলা হয়েছিল, কার্ড হোল্ডার পরিবারের কেউ অসুস্থ হলে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। গুরুতর ও জটিল রোগের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। চিকিৎসা চলাকালীন সমস্ত টেস্ট ও ওষুধ দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া রোগীদের যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা এবং রোগীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৫ দিন বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।