পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের - সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ কলকাতা হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন ৷ বুধবার সেই আবেদন খারিজ করে দিল আদালত ৷

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল

By

Published : Jan 4, 2023, 2:29 PM IST

Updated : Jan 4, 2023, 5:20 PM IST

সিবিআইয়ের আইনজীবী অরুণ মাইতির বক্তব্য

কলকাতা, 4 জানুয়ারি: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেও বন্দিদশা থেকে মুক্তি পেলেন না বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া এই নেতার জামিনের আবেদন খারিজ করে দিল আদালত ৷ মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয় ৷ বুধবার আদালত জানাল যে তদন্ত চলছে, এই পরিস্থিতিতে মামলাকারীর (অনুব্রত) জামিন মঞ্জুর করার আবেদনে সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ পাশাপাশি প্রয়োজনীয় নথি নষ্ট করা হতে পারে বলেও আশংকা প্রকাশ করেছে আদালত ।

অনুব্রত মণ্ডলের জামিন না মঞ্জুর করার পিছনে সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করেছে হাইকোর্ট । সিবিআই (CBI) জানিয়েছে, তিনি বীরভূম এলাকার অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব । এবং তাঁর মদতে হোক বা তার সঙ্গে বেআইনি গরুপাচার চক্রের যোগসাজশ ছিল বলে যে অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে তদন্তে একাধিক নথি পাওয়া গিয়েছে । সেই ব্যাপার সিবিআই আরও তদন্ত করছে । কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সেই তদন্তকেই মান্যতা দিয়েছে আদলত ৷ এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করলে তদন্ত প্রক্রিয়াই ব্যাহত হবে বলে মনে করছে হাইকোর্ট ।

গতকাল অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন গরুপাচার মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে । এবং অন্যতম অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ আধিকারিক সতীশ কুমার বর্তমানে জামিনে মুক্ত । সেখানে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কেন অনুব্রত মণ্ডলকে জেলে রাখা হবে ? সেই যুক্তিতে সাড়া দিল না আদালত । আদালতের বক্তব্য, এনামুল হক বা সতীশ কুমার কেউ অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী নন ।

সিবিআই যে সমস্ত অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে করেছে, তার যথেষ্ট তথ্য প্রমাণ নেই বলেও যুক্তি দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী । কিন্তু সিবিআইয়ের যুক্তি ছিল, এই ব্যাপারে তদন্ত চলছে । গরু পাচারের ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিরাট চক্র রয়েছে, সেখানে প্রভাব খাটিয়ে তার টাকা পেতেন অনুব্রত মণ্ডল । সেই ব্যাপারে একাধিক নথি পাওয়া গিয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে । সেই যুক্তিকেই মান্যতা দিয়েছে হাইকোর্ট ।

আরও পড়ুন:কল্যাণময়কে জামিন দেওয়া যাবে না, সাফ জানাল হাইকোর্ট

Last Updated : Jan 4, 2023, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details