বোলপুর, 13 মার্চ: নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড, রাঘব-বোয়ালদের ধরতে যখন তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা এবং তদন্তকারী সংস্থা; ঠিক সে সময় দোকানে মিলল ওএমআর শিটে মোড়া কেক ৷ যা নিয়ে তীব্র চাঞ্চল্য বোলপুরে ৷ তাহলে কি এই ওএমআর শিটের সঙ্গেও জড়িয়ে নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি ? বিষয়টি খতিয়ে দেখতে হন্যে হয়ে আসরে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ (Cakes wrapped by OMR sheet made controversy in Bolpur) ৷
সোমবার বোলপুরের একটি চায়ের দোকানে দেখা মেলে এই ওএমআর শিটে মোড়া কেকের। ব়্যাপ করা ওএমআর শিটগুলির কোনওটায় লেখা 2014, কোনওটায় লাল-কালো কালিতে উত্তর টিক দেওয়া, কোনওটায় ওএমআর নম্বর লেখা আবার কোনওটায় পরীক্ষার্থীর স্বাক্ষর করা ৷ তবে কত সালের কোন পরীক্ষার ওএমআর শিট এগুলি, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ইতিমধ্যেই 3 হাজার 478টি ওএমআর শিট উদ্ধার করেছে সিবিআই ৷ পরবর্তীতে দেখা যায়, নাইসা (NYSA) নামক সংস্থার সার্ভার থেকে এসএসসি-র গ্রুপ-সি স্তরের নিয়োগ পরীক্ষার যে উত্তরপত্র বা ওএমআর শিট মিলেছে, তার সঙ্গে এসএসসি-র ওয়েবসাইটে থাকা ওএমআর শিটের প্রাপ্ত নম্বরে বিস্তর ফারাক রয়েছে ৷ যেমন-নাইসার সার্ভারে কোনও ওএমআর শিটে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 40 হলে এসএসসি-র ওয়েবসাইটে সেই একই ওএমআর শিটের প্রাপ্ত নম্বর রয়েছে 10।