পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Khoai Illegal Construction : খোয়াইয়ে বেআইনি নির্মাণ করা যাবে না, হাইকোর্টের নির্দেশে খুশি শান্তিনিকেতনবাসী - Khoai

খোয়াইয়ে (Khoai) আর কোনও বেআইনি নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ খোয়াইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বন দফতরের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট ৷

খোয়াইয়ে বেআইনি নির্মাণ
খোয়াইয়ে বেআইনি নির্মাণ

By

Published : Sep 30, 2021, 9:48 PM IST

Updated : Oct 1, 2021, 6:13 AM IST

শান্তিনিকেতন, 30 সেপ্টেম্বর : খোয়াইয়ে (Khoai) কোনওরকম বেআইনি নির্মাণ করা যাবে না । কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে খুশি খোয়াই বাঁচাও আন্দোলনকারী থেকে শুরু করে শিল্পীরা । দীর্ঘ দুই দশক ধরে খোয়াই বাঁচাও আন্দোলন চলছে । খোয়াই বাঁচাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি । সেই মামলার শুনানি হল এদিন ৷ খোয়াইয়ে কোনও রকম বেআইনি নির্মাণ আছে কিনা, তা নিয়ে রাজ্য বন দফতরের কাছে 29 নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট ।

শান্তিনিকেতন ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে খোয়াই অঞ্চল, যার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় । শান্তিনিকেতনের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুও খোয়াইয়ের সৌন্দর্য । দীর্ঘ দুই দশক ধরে এই খোয়াই এলাকায় বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বাড়ি, হোটেল, লজ, রিসর্ট, আবাসন প্রভৃতি, যা নিয়ে নিয়ে সরব হয়েছিলেন শান্তিনিকেতনের বিশিষ্ট মানুষজন । এই 'খোয়াই বাঁচাও' আন্দোলনে যুক্ত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর । এছাড়াও, ছিলেন শিল্পী যোগেন চৌধুরী থেকে শুরু করে বিশিষ্টরা । 2013 সালে খোয়াই বাঁচাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আন্দোলনকারী । সেই মামলার এদিন শুনানি ছিল ।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয় খোয়াইয়ে যাতে কোনরকম বেআইনি নির্মাণ না হয়, সেই বিষয়ে নজর রাখতে হবে বন দফতরকে । এদিন আদালতে উপস্থিত ছিলেন রাজ্য বন দফতরের সচিব বিবেক কুমার । এছাড়াও খোয়াইয়ে কোনরকম বেআইনি নির্মাণ রয়েছে কিনা, তা নিয়ে 29 নভেম্বরের মধ্যে বন দফতরের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট ।

খোয়াই বেআইনি নির্মাণ নিয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট

এদিন হাইকোর্টের এই নির্দেশে রীতিমতো খুশি আন্দোলনকারী ও শিল্পীরা । যদিও খোয়াই কতটা এলাকাজুড়ে তার নির্দিষ্ট কোনও মানচিত্র নেই । খোয়াই বাঁচাও আন্দোলনকারীদের মধ্যে অন্যতম শৈলেন মিশ্র বলেন, "খোয়াইয়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছিল । আমরা সরব হয়েছিলাম । শান্তিনিকেতনের বিশিষ্ট মানুষজন থেকে শুরু করে মহেশ্বেতা দেবীও ছিলেন খোয়াই বাঁচাও আন্দোলনে । আর হয়তো খোয়াই সেভাবে ফিরে পাব না । কিন্তু আদালতের এই নির্দেশে আমরা খুশি । আমাদের আন্দোলনের কিছুটা সার্থকতা এল ।"

শান্তিনিকেতনের এক চিত্রশিল্পী তাপস মল্লিক বলেন, "যেকোন বেআইনি নির্মাণ বন্ধ হোক এটাই আমরা চাই । খোয়াই তো পর্যটনের অন্যতম কেন্দ্র । বহু ঐতিহ্য জড়িয়ে রয়েছে খোয়াইয়ের সঙ্গে । গুরুদেবের বহু লেখনীতে স্থান পেয়েছে খোয়াই । আদালতের এই নির্দেশে আমি সত্যিই খুশি । খোয়াইয়ের যে প্রাকৃতিক পরিবেশ, এই রায়ে তা বাঁচবে ।"

আরও পড়ুন : Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল 2 লক্ষ কিউসেক জল

Last Updated : Oct 1, 2021, 6:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details