বোলপুর, 13 মার্চ: বাংলায় এসে এ রাজ্যের সরকারের তীব্র সমালোচনা করেছেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি এ বার বেঙ্গল ফাইলস বানাতে চান বলে কটাক্ষও করেছেন ৷ এ বার বাংলার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাশ্মীর ফাইলস ফিল্মের আর এক স্থপতি অনুপম খের (Bengal Violence Pains Anupam)৷ এ রাজ্যের হিংসার ঘটনা তাঁকে কষ্ট দেয় বলে জানিয়ে এ প্রসঙ্গে তিনি টেনে আনলেন কাশ্মীরি পণ্ডিতদের কথা (Kashmiri Pandits)৷
বিশ্বভারতীর 'লেকচার সিরিজ'-এ বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে আজ বোলপুরে এসেছেন বলিউডের অভিনেতা অনুপম খের (Anupam Kher in Birbhum)৷ তাঁর অভিনীত দ্য কাশ্মীর ফাইলস ছবিটিকে অনেকেই বিজেপির 'প্রোপাগান্ডা' বলে অভিযোগ করেন ৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে শুরু হওয়া লেকচার সিরিজে অনুপম ডাক পাওয়ায় ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশেই আমন্ত্রণ জানানো হয়েছে কাশ্মীর ফাইলসের অভিনেতাকে ৷
যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুপম খের বলেন, তিনি এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করছেন ৷ তাঁর মতে, কিছু লোক আছেন যাঁরা কাজ করেন, আর কিছু লোক আছেন যাঁরা শুধু নানা কথা বলে যান ৷ কাজ করেন যাঁরা তিনি সেই দলে পড়েন বলে জানান অভিনেতা ৷ তাঁর কথায়, "এই জন্যই 38 বছরের কেরিয়ারে আমি 534টি ফিল্ম করেছি ৷ যাঁরা শুধু কথা বলে, তাঁদের সারা জীবন সেটা করেই কেটে যায় ৷ আর যাঁরা কাজ করেন, তাঁদের সামনে এ রকম ভাবে আপনারা ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান ৷"
আরও পড়ুন:দেশের জন্য বিরাট সম্মান, ভারতের 2 অস্কার বিজয়ী টিমকে প্রণাম জানালেন অনুপম
বাংলার হিংসার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে অভিনেতা টেনে আনেন কাশ্মীরি পণ্ডিতদের পরিণতির কথা ৷ কবিগুরুর জন্মস্থানে হিংসার খবর পেলে তাঁর কষ্ট হয় বলে জানান অনুপম ৷ তাঁর কথায়, "আমি সেই জায়গার মানুষ যেখানে হিংসার কারণে একদিনে পাঁচ লাখ কাশ্মীরি হিন্দুকে পালাতে হয়েছিল ৷ যার ফল এটা হয়েছে যে কাশ্মীর এক সময়ে গোটা বিশ্বে খুব সুন্দর জায়গা হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন সেখানকার আত্মারাও দুঃখী ৷ এটা হওয়া উচিত নয় ৷ এখানেও হিংসা হওয়া উচিত নয় ৷ এখানে জ্ঞানের মন্দির রয়েছে ৷ আপনাদের সরব হওয়া উচিত ৷ আপনারাই তো চতুর্থ স্তম্ভ ৷"