শান্তিনিকেতন, 4 জানুয়ারি : সংক্রমণের বাড়বাড়ন্তে রাজ্যজুড়ে লাগু হয়েছে করোনার নয়া বিধি ৷ বন্ধ হয়েছে স্কুল-কলেজ ৷ সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার বীরভূমের গোয়ালাপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে তৃণমূলের জনসভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক (birbhum tmc news) । কয়েকশো মানুষজনকে নিয়ে জনসভার পাশাপাশি এদিন শীতবস্ত্রও বিতরণ করা হয় ৷ সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল চত্বরে অনুষ্ঠিত এই জনসভায় দেখা মেলেনি একজন পুলিশেরও । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ওমর শেখ, বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউরি, তৃণমূল নেতা বাবু দাস প্রমুখ নেতৃত্ব ৷
করোনার তৃতীয় ঢেউ রুখতে 2 জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে জারি হয়েছে বিধিনিষেধ । এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ে কীভাবে মঞ্চ বানিয়ে, দলীয় পতাকা ও ব্যানার লাগিয়ে জনসভা করার অনুমতি পেল তৃণমূল তাই নিয়ে উঠছে প্রশ্ন ।
আরও পড়ুন :Birbhum CMOH covid Positive : করোনা আক্রান্ত বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সচেতনতায় পুলিশ