সাঁইথিয়া, 24 মে: সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রাম থেকে প্রায় 40টি বোমা উদ্ধার করল পুলিশ । গতকাল এই গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলাকালীন বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের । ঘটনায় আজ পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে । গ্রামজুড়ে পুলিশি টহল চলছে ।
তৃণমূল কর্মীর মৃত্যুর পর সাঁইথিয়ার গ্রাম থেকে উদ্ধার 40টি বোমা
বোমাবাজিতে গতকাল সাঁইথিয়ায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর । আজ এলাকায় তল্লাশি চালায় পুলিশ । উদ্ধার হয়েছে 40টি বোমা । পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয় ।
গতকাল রাজমিস্ত্রির কাজকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । পরে তা বোমাবাজিতে পৌঁছায় । ঘটনাটি ঘটে সাঁইথিয়ার ফুলুর গ্রাম পঞ্চায়েতের বলাইচণ্ডী গ্রামে । বোমার আঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যু হয় শেখ ইয়াকুব নামে এক তৃণমূল কর্মীর । ঘটনার পর থেকে উত্তপ্ত ছিল গ্রাম ৷ আজ গ্রামজুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 40টি বোমা উদ্ধার করে । গ্রামে একটি সাঁকোর পাড়ে ড্রাম ও থলিতে বোমাগুলি রাখা ছিল ।
বোলপুর বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় । বোমাগুলি গ্রামের বাইরে ফাঁকা জায়গায় ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে । বোমাবাজির ঘটনায় পুলিশ আজ পাঁচজনকে গ্রেপ্তার করেছে । তারা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । চলছে চেকিং । গ্রামে ঢোকা ও গ্রাম থেকে বেরোনোর সময় সকলের বাইক, ব্যাগ চেক করা হচ্ছে ।