কাঁকরতলা,28 মে : তিন জায়গায় তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার । ড্রাম ভর্তি বোমা ও সকেট বোমা উদ্ধার হয় । ঘটনায় দু‘জনকে আটক করে পুলিশ ৷
কাঁকরতলা থানার কদমডাঙা গ্রামে অজিত দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা । বাড়ির গোয়াল ঘরে প্লাস্টিকের ড্রামে বোমা মজুত ছিল ৷ অজিত এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত । এই বাড়ি থেকে কিছু দূরে কার্তিক পালের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা এবং সকেট বোমা ৷ ওই ব্যক্তিও এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত । এছাড়াও, ওই গ্রামেরই আরও এক বিজেপি কর্মীর বাড়ির বাইরে থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয় ।
একই গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার - উদ্ধার হয় বোমা এবং সকেট বোমা
কাঁকরতলা থানার কদমডাঙা গ্রামে অজিত দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা। এই বাড়ি থেকে কিছু দূরে কার্তিক পালের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা এবং সকেট বোমা ৷
একই গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার
বোমা উদ্ধার হলে, কাঁকরতলা থানার পুলিশ বোলপুর বম্ব স্কোয়াডকে খবর দেয় ৷ বম্ব স্কোয়াড এসে ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করে । বোমা উদ্ধারের ঘটনায় দু‘জনকে আটক করেছে পুলিশ । কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল তার তদন্তে নেমেছে কাঁকরতলা থানার পুলিশ ।