পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একই গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার

কাঁকরতলা থানার কদমডাঙা গ্রামে অজিত দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা। এই বাড়ি থেকে কিছু দূরে কার্তিক পালের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা এবং সকেট বোমা ৷

একই গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার
একই গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার

By

Published : May 28, 2021, 5:24 PM IST

কাঁকরতলা,28 মে : তিন জায়গায় তিন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার । ড্রাম ভর্তি বোমা ও সকেট বোমা উদ্ধার হয় । ঘটনায় দু‘জনকে আটক করে পুলিশ ৷

কাঁকরতলা থানার কদমডাঙা গ্রামে অজিত দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা । বাড়ির গোয়াল ঘরে প্লাস্টিকের ড্রামে বোমা মজুত ছিল ৷ অজিত এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত । এই বাড়ি থেকে কিছু দূরে কার্তিক পালের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা এবং সকেট বোমা ৷ ওই ব্যক্তিও এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত । এছাড়াও, ওই গ্রামেরই আরও এক বিজেপি কর্মীর বাড়ির বাইরে থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয় ।

আরও পড়ুন : ত্রাণ শিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

বোমা উদ্ধার হলে, কাঁকরতলা থানার পুলিশ বোলপুর বম্ব স্কোয়াডকে খবর দেয় ৷ বম্ব স্কোয়াড এসে ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করে । বোমা উদ্ধারের ঘটনায় দু‘জনকে আটক করেছে পুলিশ । কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল তার তদন্তে নেমেছে কাঁকরতলা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details