সিউড়ি, 31 মে : বীরভূমের সিউড়ি শহরের এক সিনেমা হলের কাছে একটি নার্সিংহোমের গেট লক্ষ্য করে পরপর দু'টি বোমা ছোড়ার ঘটনা ঘটল । এই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে বোমাবাজি করতে করতে চলে যায় । সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায় । যদিও টুপি এবং মাস্ক পরে থাকায় দুষ্কৃতীদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি । মোটরবাইকে ছিল না নম্বর প্লেট ।
ঘটনার পর স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেবাশিস দেবাংশী জানিয়েছেন, "এই অরাজকতা দ্রুত বন্ধ হওয়া উচিত । নেহাত ঘটনার সময় ওই জায়গায় কোন রোগী অথবা রোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না । নইলে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে কারও মৃত্যু পর্যন্ত ঘটতে পারত ।"