পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing in House of TMC Leader : সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজি - Vice Chairman of Siuri Municipality

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police Start Investigation), সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

bombing in siuri
সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজি

By

Published : Mar 18, 2022, 5:23 PM IST

Updated : Mar 18, 2022, 6:09 PM IST

সিউড়ি, ১৮ মার্চ: সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice Chairman of Siuri Municipality) বিদ্যাসাগর সাউর বাড়িতে বোমাবাজি ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ রাত আড়াইটে থেকে প্রায় পৌনে তিনটে পর্যন্ত এই বোমাবাজি হয় ৷

সিউড়ির ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের সোনাতোড় রক্ষাকালীতলা এলাকার বাসিন্দা । অভিযোগ, তাঁর বাড়ির সামনে বৃহস্পতিবার গভীর রাতে 15টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ খোদ ভাইস চেয়ারম্যানের বাড়িতে এইভাবে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজি

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ছ‘জন দুষ্কৃতী তিনটি মোটরবাইকে চেপে আসে বিদ্যাসাগর সাউয়ের বাড়ির সামনে ৷ তারপরেই বোমাবাজি শুরু করে তারা ৷ টানা প্রায় 15 মিনিট ধরে চলে এই বোমাবাজি ৷ এরপর এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ এই বোমাবাজিরর ফলে বিদ্যাসাগরবাবুর বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে, অন্যান্য সামগ্রীরও ক্ষতি হয়েছে ৷ বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন : বিধানসভায় শুভেন্দুর প্রাণে মারার হুমকি ! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় বিষ্ণুপুরের বিধায়ক

বিদ্যাসাগর সাউ সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে সদ্য নির্বাচিত হয়েছেন। তাঁর ছেলে বিক্রমজিৎ সাউ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কি না ৷ তবে এই বোমাবাজির সঙ্গে কারা জড়িত তা নিয়ে ধন্দ রয়েছেন বিদ্যাসাগর সাউ। তিনি ও তাঁর ছেলে দু‘জনেই দাবি করেছেন, তাঁদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রতা নেই ৷

Last Updated : Mar 18, 2022, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details