পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, বোমাবাজি - তৃণমূলের গোষ্ঠদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, চলল বোমাবাজি

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । আহত দু'পক্ষের পাঁচজন । আটক দুই ।

আহত যুবক

By

Published : Aug 26, 2019, 3:26 PM IST

Updated : Aug 26, 2019, 4:42 PM IST

নানুর, 26 অগাস্ট : পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । ঘটনাটি বীরভূমের নানুরের । এর জেরে এলাকায় চলে বোমাবাজি । আহত দু'পক্ষের পাঁচজন । তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঝামেলা । স্থানীয় তৃণমূল নেতা বিকাশ পাল ও প্রীতেশ মণ্ডলের অনুগামীরা একে অপরের উপর বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । দু'পক্ষের অনুগামীদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ । শুরু হয় বোমাবাজি । খবর পেয়ে পুলিশ এসে দু'জনকে আটক করে । গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ ।

Last Updated : Aug 26, 2019, 4:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details