পাড়ুই, 5 এপ্রিল : কোয়ারানটাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ । গতকালের এই ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই ঘটনায় আজ সাত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । গতরাত থেকেই গ্রামজুড়ে চলছে পুলিশি টহলদারি । থমথমে গোটা এলাকা ।
পাড়ুই থানার বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রাম। এই গ্রামে তালিবপুর উচ্চ বিদ্যালয়ে কোয়ারানটাইন সেন্টার করা হবে বলে ঠিক হয় । কিন্তু গ্রামে তৃণমূলের এক গোষ্ঠী চাইছিল না এখানে কোয়ারানটাইন সেন্টার হোক । তাদের আশঙ্কা, এই সেন্টার থেকে ছড়াতে পারে কোরোনা ভাইরাস । অন্য গোষ্ঠী বলপূর্বক কোয়ারানটাইন সেন্টার তৈরি করতে উদ্যোগ নেয় । এনিয়েই গতরাতে শেখ সাইফুদ্দিনের নেতৃত্বাধীন তৃণমূলের গোষ্ঠীর সঙ্গে শেখ নাসিরুদ্দিনের গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয় । চলে দু'পক্ষের বোমাবাজি । এনিয়ে গুলি চলে বলেও অভিযোগ । বোমায় মৃত্যু হয় একজনের ৷ গুলিবিদ্ধ হয়ে জখম হন আরও একজন । দু'টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে ।
পাড়ুইয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 7 তৃণমূল কর্মী - Birnhum news
কোয়ারান্টাইন সেন্টার খোলা নিয়ে গতকাল বোমাবাজি হয় পাড়ুইয়ে । মৃত্যু হয় একজনের । ঘটনায় আজ সাত জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
পাড়ুই
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । রাত থেকেই গ্রামে রয়েছে পুলিশ বাহিনী । সকাল থেকে গ্রামে চলছে পুলিশের টহলদারি । কোয়ারানটাইন সেন্টার তৈরি করা নিয়ে এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে সব মহলে ৷ দুষ্কৃতীদে গ্রেপ্তারির দাবিও করে স্থানীয়দের একাংশ । তারপরই আজ সাতজনকে গ্রেপ্তার করা হয় । এবিষয়ে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে ।"