পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্লাভস ছাড়াই বোমা নিষ্ক্রিয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নানুরে উদ্ধার 30টি তাজা বোমা ৷ বম ডিসপোজ়াল পোশাক থাকলেও ঝুঁকি নিয়ে খালি হাতেই বোমার ড্রাম নিয়ে যেতে দেখা গেল অফিসারদের ৷ যা নিয়ে উঠছে প্রশ্ন ৷

Nanoor Bomb Disposal
গ্লাভস ছাড়াই বোমা নিষ্ক্রিয় নানুরে

By

Published : Feb 3, 2020, 11:49 PM IST

নানুর, 3 ফেব্রুয়ারি : হুঁশ ফেরেনি প্রশাসনের । পদ্ধতি না মেনে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দিনকয়েক আগেই কেঁপে উঠেছিল নৈহাটি ও চুঁচুড়া ৷ প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে ৷ আজ ফের একই দৃশ্য দেখা গেল নানুরে । সতর্কতা অবলম্বন না করেই নানুরে উদ্ধার তাজা বোমা নিষ্ক্রিয় করলেন বম্ব ডিসপোজ়াল বাহিনীর প্রতিনিধিরা ।

পুকুর পাড়ে পুঁতে রাখা দু'টি ড্রামে ভরতি 30টি তাজা বোমা । ঘটনাটি বীরভূমের নানুরের নওনগর কড্ডা গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ার । এই পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে বোলপুর থেকে বম স্কয়্যাডের 4 সদস্যের প্রতিনিধি দল বোমাগুলি নিষ্ক্রিয় করতে আসে ৷

কিন্তু দেখা যায়, নিয়ম না মেনেই ঝুঁকি নিয়ে তাজা বোমার ড্রাম হাতে করে দেখছেন দুই অফিসার৷ এমনকী, বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষ পোশাক পরলেও খালি হাতেই বোমাগুলি মাটিতে গর্ত করে রেখে আসেন তাঁরা ৷

প্রসঙ্গত, এর আগে নানুরে এভাবেই বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল নয়নেওয়াল মির্জা নামে এক পুলিশকর্মীর ৷ বারবার দুর্ঘটনা সত্ত্বেও প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details