পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে উদ্ধার বোমা, ঘটনাস্থানে CID বম স্কয়্যাড - বোলপুরের সিয়ানে উদ্ধার বোমা

আজ ভোরে তৃণমূল কার্যালয় ও পঞ্চায়েত ভবনের সামনে উদ্ধার তাজা বোমা ৷ ঘটনাস্থানে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ৷

Bomb discovered
বোলপুরের সিয়ানে উদ্ধার বোমা

By

Published : Feb 19, 2020, 2:13 PM IST

Updated : Feb 19, 2020, 4:43 PM IST

বোলপুর, 19 ফেব্রুয়ারি : স্থানীয় তৃণমূল কার্যালয় ও পঞ্চায়েত ভবনের সামনে উদ্ধার তাজা বোমা ৷ বোলপুর থানার সিয়ান মুলুকের ঘটনা ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷

আজ ভোরে তৃণমূল কার্যালয় ও পঞ্চায়েত ভবনের সামনে বোমা পড়ে থাকতে দেখে জেলেরা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থানে পৌঁছায় CID বম স্কয়্যাডের সদস্যরা ৷ তাঁরা বোমাগুলি উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে যান ৷ সেখানে বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ চলছে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষা দিতে যাওয়ার সময়ও রাস্তায় বোমা পড়ে থাকতে দেখে পড়ুয়ারা ৷ এরপর পুলিশ ওই রাস্তা দিয়ে কিছুক্ষণের জন্য যাতায়াত বন্ধ করে দেয় ৷ কে বা কারা ওই বোমাগুলি পঞ্চায়েত ভবন ও তৃণমূলের কার্যালয়ের সামনে ফেলে রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

ঘটনাস্থানে CID বম স্কয়্যাড

স্থানীয় বাসিন্দা ডানি মালি জানায়, "ভোর চারটেয় আমার পুকুরে জেলেরা মাছ ধরতে গিয়ে বোমা পড়ে থাকতে দেখে ৷ তখন আমায় খবর দেয় ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ " তাঁর অভিযোগ, "এই কাজ বিরোধী দলের লোকই করেছে ৷ তৃণমূল কংগ্রেসের বিরোধী দলই এই কাজ করেছে ৷ "

Last Updated : Feb 19, 2020, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details