সাত্তোর, 11 এপ্রিল : লকডাউনের মধ্যেই পাড়ুই থানার সাত্তোর থেকে 30টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ ৷ স্থানীয় তৃণমূল কর্মী শেখ রেহানের বাড়ির শৌচাগার থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয় ৷ খবর দেওয়া পরে বম্ব স্কয়্যাডে । বম্ব স্কয়্যাডের আধিকারিকরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ।
দিনকয়েক আগেই পাড়ুই থানার বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রামে কোয়ারান্টাইন সেন্টার গড়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় চলে বোমাবাজি, গুলি । ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ গুলিবিদ্ধ হন একজন । বদল করে দেওয়া হয় পাড়ুই থানার OC-কে ৷ এরপরই পাড়ুইজুড়ে শুরু হয় তল্লাশি ।