নানুর, 27 মার্চ : নির্বাচনের আগে নানুরের সূচপুর থেকে উদ্ধার হল তাজা বোমা। প্লাস্টিকের ড্রামের ভিতর ছিল বোমাগুলি। উদ্ধারের পর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
নানুরে উদ্ধার 35টি তাজা বোমা - nanur
নির্বাচনের আগে নানুরের সূচপুর থেকে উদ্ধার 35টি তাজা বোমা।
উদ্ধার হওয়া বোমা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নানুরের সূচপুর গ্রামে মাঠের ধারে একটি পরিত্যক্ত মাটির বাড়িতে বোমাগুলি মজুত ছিল। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। বোমাগুলি উদ্ধার করে বোলপুর বম স্ক্যয়ার্ডেও খবর দেয়। বম স্ক্যয়ার্ডের তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থানে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
বোলপুর পুলিশ জানিয়েছে, কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত করা হয়েছে।
Last Updated : Mar 27, 2019, 6:30 PM IST