বগটুই, 3 এপ্রিল : উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা ৷ ঘটনার 13 দিনের মাথায় আজ, রবিবার বোমাগুলি পাওয়া যায় ৷ আন্দাজ কুড়িটির মতো বোমা উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন ৷
গতকালই রামপুরহাট এসডিপিও বিমান মিত্রের নেতৃত্বে একটি বম্ব স্কোয়াডের দল ওই জায়গায় তল্লাশি চালায় । জায়গাটি ব্যারিকেড থেকে ঘিরে দেওয়া হয় ৷ এরপর আজ সকালে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান ৷ পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশেই পাওয়া বোমাগুলিকে বগটুই গ্রামের পাশে চন্দ্রকুণ্ঠার মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ প্রসঙ্গত, যেখানে বোমা পাওয়া গিয়েছে সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধারের জায়গার দূরত্ব 120-125 মিটার ৷ পাশাপাশি সেদিন বগটুই গ্রামে ওই রাস্তার পাশ দিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷