পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bolpur Accident: হেলমেট-হীন বাইক চালনা, পথ দুর্ঘটনায় প্রাণ গেল খোদ ট্রাফিক ওসির - Bolpur Accident

মাথায় নেই হেলমেট ৷ বাইকের তীব্র গতি প্রাণ কাড়ল বোলপুরের ট্রাফিক ওসির(Bolpur Traffic OC Died)৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বোলপুর বাইপাসে ৷

Bolpur Traffic oc
দুর্ঘটনায় মৃত বোলপুর ট্রাফিক ওসির

By

Published : Jul 12, 2022, 8:07 AM IST

বোলপুর, 12 জুলাই:বাইক আরোহীদের নিরাপত্তার পাঠ শেখান তিনিই । অথচ নিজের বেলায় চরম উদাসীনতা প্রাণ কাড়ল বোলপুরের এক ট্রাফিক ওসি-র । এমনিতেই গতির নেশা । তার উপর হেলমেট-হীন বাইক সওয়ার । যার ফলশ্রুতি অকাল মৃত্যু । হেলমেট ছাড়া দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল বোলপুরের ট্রাফিক ওসি তুহিন ঝাঁ-র(Bolpur Traffic OC died in a bike accident)৷ সোমবার রাতে বাইক নিয়ে যাওয়ার সময় বোলপুর বাইপাসের ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গাড়ির গতিবেগ এতটাই ছিল যে শেষরক্ষা হয়নি ৷

সোমবার রাতে বোলপুর থেকে কাশিপুরের দিকে দ্রুতগতি সম্পন্ন স্পোর্টস বাইক নিয়ে যাচ্ছিলেন বোলপুর থানার ট্রাফিক ওসি তুহিন ঝাঁ ৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন তিনি ৷ হেলমেট না-থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷ তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে ৷ ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালেই রাখা রয়েছে ।

ট্রাফিক ওসি হয়ে কীভাবে তিনি হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ যিনি দুর্ঘটনা থেকে বাঁচতে বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করার কথা বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করেন তাঁর এ হেন মৃত্যু ভাবাচ্ছে সকলকেই ৷

আরও পড়ুন :ট্রাফিক সচেতনতা বাড়াতে হাওড়ার রাস্তায় হাঁদা-ভোঁদা, বাঁটুলরা

ABOUT THE AUTHOR

...view details