পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Satirical Banner on Anubrata: বোলপুরের টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার চালক সুকেশের - টোটো চালক সুকেশ চক্রবর্তী

বীরভূমের বোলপুরের নিচুপট্টির বাসিন্দা অনুব্রত মণ্ডল ৷ ওই ওয়ার্ডেই থাকেন টোটো চালক সুকেশ চক্রবর্তী ৷ তিনি নিজেদের টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্য়াঙ্গাত্মক ব্যানার দিয়েছেন ৷

Satirical Banner on Anubrata
Satirical Banner on Anubrata

By

Published : Apr 12, 2023, 6:45 PM IST

টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার

বোলপুর (বীরভূম), 12 এপ্রিল: অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ব্যানার লাগিয়ে প্রতিবাদ বোলপুরে এক টোটো চালকের ৷ বোলপুর-শান্তিনিকেতন এলাকায় নিজের টোটোর পিছনে অনুব্রতকে কটাক্ষ করে ব্যানার লাগিয়ে ঘুরছেন টোটো চালক সুকেশ ঠাকুর ৷ তিনি জানান, বহু মানুষকে মিথ্যা মামলা দিয়েছিলেন অনুব্রত ৷ তারই প্রতিবাদে এই ব্যানার টোটো ।

গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তারপরই বীরভূম জেলায় একাধিক মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ যা এতকাল পারেননি বলে অনেকের দাবি । বোলপুরের নিচুপট্টির বাসিন্দা সুকেশ ঠাকুর । অর্থাৎ, অনুব্রত মণ্ডলের ওয়ার্ডের বাসিন্দা তিনি । পেশায় টোটো চালক । বোলপুর-শান্তিনিকেতনে টোটো চালান তিনি ।

টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার

তাঁর টোটোর পিছনে একটি ব্যানার লাগানো রয়েছে । তাতে দেখা যাচ্ছে অনুব্রতর একটি কার্টুন ছবি দেওয়া ৷ নীচে লেখা রয়েছে, "আপনি যখন ক্ষমতায় ছিলেন বহুজনকে দিয়েছেন মিথ্যা গাঁজার কেস । পাপ কোনও দিন বাপকে ছাড়ে না । তিহারে বসে বুঝতে পারছেন বেশ ।" এর নীচে লেখা, "ঠাকুরের টোটো ।"

টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ বহুবার উঠেছে ৷ বোলপুরে তৃণমূলের কার্যালয়ে বসে তাঁর একটি মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ সেখানে দলেরই এক নেতাকে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি ৷ তার পর বিরোধীরা তাঁর বিরুদ্ধে এই নিয়ে আরও বেশি সরব হয়েছিলেন ৷

টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার

এবার টোটোতে অনুব্রত মণ্ডলের নামে সেই নিয়েই ব্যাঙ্গাত্মক ব্যানার লাগিয়ে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় ঘুরছেন সুকেশ ঠাকুর । এর আগেও তাঁর টোটোতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি থেকে ইডি-সিবিআই ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুনাম করে ব্যানার দেখা গিয়েছে । এবার সরাসরি অনুব্রতকে আক্রমণ করে ব্যানার দেখা গেল ঠাকুরের টোটোয় ৷

টোটো চালক সুকেশ ঠাকুর বলেন, "এই ব্যানার লাগিয়ে আমি প্রতিবাদ করছি ৷ অনুব্রত মণ্ডল যখন ক্ষমতায় ছিল, তখন বহু মানুষকে মিথ্যা কেস দিয়েছেন ৷ তারই প্রতিবাদ করছি আমি । এর আগেও এই রকম প্রতিবাদ করেছি আমি । কোনও রাজনৈতিক দলের হয়ে আমি প্রতিবাদ করিনি ।"

আরও পড়ুন:'দিল্লিতে অনুব্রতর কষ্ট হলে বীরভূমে বিজেপি নেতাদেরও কষ্ট হবে !', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details