পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: নিয়োগ মামলায় 'বেঙ্গল টাইগার' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলে হতাশ 'ফ্যান' টোটোচালক

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এই রায়ে হতাশ বোলপুরের টোটোচালক সুকেশ চক্রবর্তী ।

ETV Bharat
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ফ্যান টোটো চালক

By

Published : Apr 28, 2023, 6:23 PM IST

Updated : Apr 28, 2023, 8:12 PM IST

সুপ্রিম রায়ে হতাশ বোলপুরের টোটো চালক সুকেশ চক্রবর্তী

বোলপুর, 28 এপ্রিল :বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আর নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ অন্য বেঞ্চে সেই মামলা সরাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু শীর্ষ আদালতের এই নির্দেশে হতাশ বোলপুরের টোটোচালক সুকেশ চক্রবর্তী । তিনি নিজেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভক্ত বা ফ্যান বলে দাবি করেন ৷

'বেঙ্গল টাইগার' লিখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার বানিয়ে তা তাঁর টোটোতে লাগিয়ে বোলপুর শহরে ঘোরেন টোটোচালক । এলাকায় যা 'ঠাকুরের টোটো' নামে পরিচিত ৷ নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সংক্রান্ত একের পর এক নির্দেশের সমর্থনেই তাঁর এই প্রচার ৷ কিন্তু, এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হতাশ সুকেশ চক্রবর্তী ৷ 2002 সালের 'দ্য বেঙ্গালুরু প্রিন্সিপ্যাল অফ জুডিশিয়াল কন্ডাক্ট' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেননি বলে মনে করেছে শীর্ষ আদালত ৷ তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই ভেঙে পড়েছেন অনেক চাকরি প্রার্থী ৷ অখুশি এই টোটোচালকও ৷ তাঁর মতে, এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তিনি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিচ্ছিলেন ৷ তাই এই নির্দেশে তিনি দুঃখিত ৷

একদা নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ ও পর্যবেক্ষণ ঘিরে তিনি হয়ে উঠেছিলেন 'ভগবান', কারও কাছে আবার 'বাঘ'। বোলপুরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানিয়ে টোটোর পিছনে লাগিয়ে ঘুরে বেড়াতেন সুকেশও ৷ তাঁর টোটোর পোস্টের লেখা, 'বেঙ্গল টাইগার অভিজিৎ গঙ্গোপাধ্যায়' । আপনি কত যোগ্য চাকরীপ্রার্থীর মা-বাবার চোখেমুখে হাসি ফুটিয়েছেন। তাঁদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে চিরদিনই।" এদিনের নির্দেশের পর তিনি চান, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তাঁর পুরনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক ৷

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মামলা থেকে সরানো মানে অপশক্তির জয়, মত চাকরিপ্রার্থীদের

Last Updated : Apr 28, 2023, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details