বোলপুর, 15 মে : করোনা মোকাবিলায় বোলপুর পৌরসভার পাশে দাঁড়াল রামকৃষ্ণ মিশন । আজ পৌরসভাকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সহ 4টি বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ । উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
হাওড়া বেলুর মঠ থেকে একটি অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স আনা হয় বোলপুর রামকৃষ্ণ মিশনে । সেটি আজ বোলপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয় ৷ এছাড়া, 4টি বড় অক্সিজেন সিলিন্ডারও প্রদান করা হয় । রামকৃষ্ণ মিশনের স্বামী ভূদেবানন্দ মহারাজ বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন । ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির শিল্প ও হস্তশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন । প্রায় 7 লাখ টাকার সামগ্রী মিশনের তরফে পৌরসভাকে দেওয়া হয়।
রামকৃষ্ণ মিশনের তরফে দ্রুত একটি অক্সিজেন ব্যাঙ্ক তৈরি করা হবে বলেও জানান মহারাজ ৷ এছাড়াও, দুঃস্থদের জন্য রান্না করা খাদ্যসামগ্রীর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে । এই কাজে বোলপুর পৌরসভার সহযোগিতাও চাওয়া হয়েছে ।
পৌরসভাকে অ্য়াম্বুলেন্স-অক্সিজেন প্রদান বোলপুর রামকৃষ্ণ মিশনের - করোনা মোকাবিলায় পৌরসভাকে অ্য়াম্বুলেন্স-অক্সিজেন প্রদান বোলপুর রামকৃষ্ণ মিশনের
হাওড়া বেলুর মঠ থেকে একটি অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স আনা হয় বোলপুর রামকৃষ্ণ মিশনে । সেটি আজ বোলপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয় ৷ এছাড়া, 4টি বড় অক্সিজেন সিলিন্ডারও প্রদান করা হয় । রামকৃষ্ণ মিশনের স্বামী ভূদেবানন্দ মহারাজ বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ।
অ্য়াম্বুলেন্স-অক্সিজেন প্রদান বোলপুর রামকৃষ্ণ মিশনের
আরও পড়ুন : ডব্লিউটিসি ফাইনাল : বাড়িতেই তিনবার করোনা পরীক্ষা বিরাটদের
বোলপুর রামকৃষ্ণ মিশনের স্বামী ভূদেবানন্দ মহারাজ বলেন, "আমরা আরও অক্সিজেন আনার চেষ্টা করছি ৷ সেগুলিও মানুষের কাজে লাগবে । অক্সিজেন ব্যাঙ্ক তৈরি করব আমরা ।" বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ বলেন, "অনেক ধন্যবাদ জানাই মিশনকে । আমরা বোলপুরের মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছি ৷"