পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত 1

প্রত্যক্ষদর্শীরা জানান, বালির গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে বেপরোয়াভাবে চলছিল পুলিশের গাড়িটি । শফিকুল রাস্তা পার হওয়ার সময় তাঁকে ধাক্কা মারে পুলিশের গাড়িটি । গুরুতর আহত অবস্থায় শফিকুলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ।

bolpur
bolpur

By

Published : Jun 2, 2020, 2:07 PM IST

Updated : Jun 2, 2020, 8:42 PM IST

বোলপুর, 2 জুন : বোলপুর বাইপাস মোড়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । কাশীপুররে বাসিন্দা শেখ শফিকুল সবজি কিনতে এসেছিলেন । রাস্তা পার হওয়ার সময় ধাক্কা মারে গাড়িটি । বেপরোয়াভাবে চলছিল পুলিশের গাড়িই বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা । প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালির গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে বেপরোয়াভাবে চলছিল পুলিশের গাড়িটি । শফিকুল রাস্তা পার হওয়ার সময় তাঁকে ধাক্কা মারে । গুরুতর আহত অবস্থায় শফিকুলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । কিছুক্ষণ আগে তাঁর মৃত্যু হয় ।

bolpur

এইদিকে স্থানীয়দের অভিযোগ, শফিকুলকে ধাক্কা মারার পর তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ । উপরন্তু গাড়ি নিয়ে পালিয়ে যায় । এতেই উত্তপ্ত হয় পরিস্থিতি । সকাল থেকে বোলপুর বাইপাস অবরোধ করেন স্থানীয়রা । বোলপুর থেকে বর্ধমান যাওয়ার মূল রাস্তা কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল ।

বোলপুরে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু । কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?
রাস্তার মধ্যে বালির গাড়ি আটকানো হয় । খবর পেয়ে কয়েক ঘণ্টা পর আসে বোলপুর থানার পুলিশ । পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে । কিন্তু কোনও ফল হয়নি । স্থানীয়দের দাবি, পুলিশের গাড়িচালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । আহত শফিকুলের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে । পরবর্তীতে SDPO অভিষেক রায়ের নেতৃত্বে আরও পুলিশ কর্মী আসেন । লাঠিচার্জের ভয়ে দেখিয়ে স্থানীয়দের ঘটনাস্থান থেকে সরানো হয় । অবরোধ উঠিয়ে দেওয়া হয় ।

এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ । ঘটনায় প্রতিক্রিয়া জানতে বোলপুর থানার SDPO অভিষেক রায়কে ফোন করলে তিনি ফোন ধরেননি ।

Last Updated : Jun 2, 2020, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details