শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি : বিশ্বভারতী সংলগ্ন নতুন ওয়ার্ড, তাই রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার তৃণমূলের । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ভরসা রাখছেন সিপিআইএম প্রার্থী । প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও । বোলপুর পৌরসভা একমাত্র 2 নম্বর ওয়ার্ডের ত্রিমুখী লড়াইয়ে সরগরম ভোটের ময়দান । নবগঠিত এই ওয়ার্ডের ভোটারদের মধ্যে পড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা (Civic Polls Campaigns in Bolpur) ।
বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডে মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি ওয়ার্ডে জয়ী হয়ে গিয়েছে শাসকদল ৷ এবার নির্বাচন হবে মাত্র 12টি ওয়ার্ডে ৷ যদিও, একটি ওয়ার্ডেও নির্বাচনী লড়াইয়ে নেই বিজেপি ৷
বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতনের বেশ কিছু এলাকা এবছর পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে । নবগঠিত এই পৌরসভার একমাত্র 2 নম্বর ওয়ার্ডেই ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ অর্থাৎ, এই একটি মাত্র ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থী লড়াইয়ের আসরে নেমেছে ৷ তাই স্বাভাবিকভাবেই বোলপুর পৌরসভার এই ওয়ার্ডের দিকে নজর সব রাজনৈতিক দলেরই ৷
এই ওয়ার্ডের শান্তিনিকেতনের প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিক-সহ বিশিষ্ট মানুষজনের বাস ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও তাঁর পরিজন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা, শিল্পী যোগেন চৌধুরী প্রমুখ এই ওয়ার্ডের ভোটার ৷ তাই প্রাচারে অভিনবত্বের পাশাপাশি সংস্কৃতির ছোঁয়া থেকে যাচ্ছে ভোটপ্রচারে ৷ রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে আর্শীবাদ নিয়ে প্রচারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ৷