শান্তিনিকেতন, 6 সেপ্টেম্বর : আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বোলপুর-শান্তিনিকেতন এলাকার প্রায় 15টি নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠী। অবস্থান মঞ্চে এসে গান গেয়ে প্রতিবাদ করেন নাট্যকর্মীরা। 10 দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে চলছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। একইসঙ্গে দু‘দিন ধরে চলছে অনশন বিক্ষোভ।
তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। এছাড়া, গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট রাত থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। 10 দিন ধরে নিজের বাড়িতেই রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে।