পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati : বিশ্বভারতীতে উপাচার্য ঘেরাও বিক্ষোভে সামিল বোলপুর ব্যবসায়ী সমিতি - বিশ্বভারতীতে বিক্ষোভে সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি

কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় । পড়ুয়াদের এই অবস্থান-বিক্ষোভে সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি ৷ এদিন সকাল থেকে ব্যানার-পোস্টার নিয়ে তারা উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, পৌষমেলার প্লট বুকিং-এর বর্ধিত টাকা ফিরিয়ে দিতে হবে ৷

উপাচার্য ঘেরাও বিক্ষোভে সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি
উপাচার্য ঘেরাও বিক্ষোভে সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি

By

Published : Aug 31, 2021, 12:30 PM IST

শান্তিনিকেতন, 31 অগস্ট : বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও বিক্ষোভে এবার সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি । পৌষমেলার সময় প্লট বুকিংয়ের বর্ধিত টাকা ফেরতের দাবিতে সামিল হল তারা । উল্লেখ্য, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভবনের গেটে তালা ঝুলিয়ে চার দিন ধরে চলছে ঘেরাও বিক্ষোভ ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এছাড়া, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়কালে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ।

আরও পড়ুন,Visva Bharati : উপাচার্যের বাড়ির সামনে পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি, উত্তপ্ত বিশ্বভারতী

বিক্ষোভ চলাকালীন দফায় দফায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারী পড়ুয়াদের । এবার অবস্থান-বিক্ষোভে সামিল হল বোলপুর ব্যবসায়ী সমিতি । এদিন সকাল থেকে ব্যানার-পোস্টার নিয়ে তারা উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । বোলপুর ব্যবসায়ী সমিতির দাবি, পৌষমেলার প্লট বুকিং-এর বর্ধিত টাকা ফিরিয়ে দিতে হবে । চার রাত ধরে শান্তিনিকেতনের নিজের বাসভবনে ঘেরাও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details