পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গান স্যালুটে বিদায় শহিদ রাজেশ ওরাংকে - Gun salute to Rajesh orang

শহিদ রাজেশ ওরাংয়ের দেহ পৌঁছাতেই তাঁর বাড়িতে ভিড় করেন গ্রামের বাসিন্দারা । জেলা পুলিশ প্রশাসনের তরফে প্রথমে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । পরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ।

Birbhum
রাজেশ ওরাং

By

Published : Jun 19, 2020, 10:38 AM IST

Updated : Jun 19, 2020, 2:15 PM IST

মহম্মদবাজার , 19 জুন : যথাযথ মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল শহিদ রাজেশ ওরাং-এর । প্রথমে সেনাবাহিনীর তরফে গান স্যালুট দিয়ে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । জেলা পুলিশ প্রশাসনের তরফেও গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । BJP , কংগ্রেস , তৃণমূল , CPI(M) প্রত্যেক রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা উপস্থিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।

শ্রদ্ধা জানাচ্ছেন সৌমিত্র খাঁ

সকাল থেকেই গ্রামের বাসিন্দারা রাজেশ ওরাংয়ের দেহ আসার অপেক্ষায় ছিলেন । তাঁকে শেষ শ্রদ্ধা জানাতো জেলা প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয় । বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রাম সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন তাঁর বাড়িতে । সকাল সাড়ে 9টা নাগাদ রাজেশের কফিনবন্দী দেহ গ্রামে নিয়ে আসা হয় । চারিদিকে স্লোগান ওঠে- "ভারতমাতা কি জয়" , "বীরভূমের বীরপুত্র অমর রহে ।"

শ্রদ্ধা জানাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়

এরপরই তাঁকে একে একে শ্রদ্ধা জানান সকলে । সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল , রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ , কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় , জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ , জেলাশাসক মৌমিতা গোদারা বসু , জেলা পুলিশ সুপার শ্যাম সিং-সহ পুলিশ আধিকারিকরা । এছাড়া ছিলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় , সাংসদ সৌমিত্র খাঁ , BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল-সহ অন্যরা ।

গ্য়ান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা

সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে । বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । সেখান থেকে নিয়ে আসা হয় সমাধিস্থানে । জেলা পুলিশ প্রশাসনের তরফে প্রথমে গান স্যালুট দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । পরে মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় । সমাধিস্থলে এক এক করে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা ও ভারতীয় সেনা । এরপর শহিদ রাজেশ ওরাং-এর দেহ সমাধিস্থ করা হয় ।

গান স্যালুটের মাধ্যমে বিদায় শহিদকে
Last Updated : Jun 19, 2020, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details