পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুইয়ে 2 যুবকের মৃতদেহ উদ্ধার - দুর্ঘটনা

আজ সকালে রাস্তায় দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খরব দেয় পুলিশে । রাতে কোনও গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

death
death

By

Published : Aug 26, 2020, 2:16 PM IST

পাড়ুই, 26 অগাস্ট : পাড়ুই থানার ইমাদপুর গ্রামে রাস্তার উপর থেকে দুই যুবকের দেহ উদ্ধার করল পুলিশ । জানা গিয়েছে, মৃতদের নাম রূপরতন সরেন (35) ও মিলন হেমব্রম (30)। রাতে কোনও গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

গতরাতে পাশের গ্রাম থেকে শিবপুরে ফিরছিলেন সম্পর্কে শালক-জামাইবাবু ওই দুই যুবক । মিলন হেমব্রমের বাড়ি নানুর থানার বলাইপুর গ্রামে । রূপরতন সরেনের বাড়ি পাড়ুই থানার বড়াল গ্রামে । আজ সকালে রাস্তায় দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খরব দেয় পুলিশে । খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থানে আসে । দেহদুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মাঝরাতে কোনও বড় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় । যার জেরেই মৃত্যু হয় ওই দুই যুবকের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details