পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে গাড়িতে বিস্ফোরণ - বোলপুরে গাড়িতে বিস্ফোরণ

বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বোলপুরে গাড়িতে বিস্ফোরণ
বোলপুরে গাড়িতে বিস্ফোরণ

By

Published : Jul 19, 2020, 1:58 PM IST

Updated : Jul 19, 2020, 5:52 PM IST

বোলপুর, 19 জুলাই : অতিরিক্ত জেলা পুলিশ সুপারের দপ্তরের 50 মিটার দূরে একটি গাড়িতে বিস্ফোরণ ৷ কীভাবে বিস্ফোরণ হল তা এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থানে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ, কমব্যাট ফোর্স ও বম্ব স্কোয়াড ৷

বোলপুরের শ্রীনিকেতনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্রের অফিস ৷ সেখান থেকে মাত্র 50 মিটার দূরে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে ৷

বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা ৷ যদিও এলাকাটি ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷ ঘটনায় গুরুতর জখম চালক মঙ্গল মাড্ডি । জানা গিয়েছে, বোলপুরে মোলডাঙা গ্রামে তাঁর বাড়ি । আহত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের কাছে গাড়িতে বিস্ফোরণ

মঙ্গল মাড্ডি কিছুটা সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷ অন্যদিকে, ঘটনাস্থান থেকে একটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Jul 19, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details