পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে কোভিড ভ্যাকসিন দেওয়ায় দালাল চক্রের অভিযোগ, উত্তেজনা স্বাস্থ্যকেন্দ্রে - Covid-19

বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলছে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ । প্রতিদিন 120 জন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

বোলপুরে কোভিড ভ্যাকসিন দেওয়ায় দালাল চক্রের অভিযোগ, উত্তেজনা স্বাস্থ্যকেন্দ্রে
বোলপুরে কোভিড ভ্যাকসিন দেওয়ায় দালাল চক্রের অভিযোগ, উত্তেজনা স্বাস্থ্যকেন্দ্রে

By

Published : May 29, 2021, 7:58 PM IST

বোলপুর, 29 মে : এবার কোভিড ভ্যাকসিনেও সক্রিয় দালাল চক্র । বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার সময় দালাল চক্রের অভিযোগ ওঠে ৷ যাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক গন্ডগোল । পরে ধাক্কাধাক্কি, হাতাহাতি শুরু হয় । দালাল চক্রের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা যুক্ত বলেও অভিযোগ । খবর পেয়ে বোলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলছে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ । প্রতিদিন 120 জন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ তার জন্য ভোর 4 টে থেকে লাইনে দাঁড়িয়ে নাম লেখাতে হচ্ছে । 120 জন হয়ে গেলে আর নাম লেখা হচ্ছে না । অভিযোগ, সক্রিয় দালাল চক্র স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে মিশে ভ্যকাসিন দেওয়ার তালিকায় অন্যদের নাম ঢুকিয়ে দিচ্ছে ৷ এছাড়াও, লাইনে দাঁড়িয়ে থাকছেন অন্য ব্যাক্তি আর ভ্যাকসিন দেওয়া হচ্ছে অন্য ব্যাক্তিকে ।

এমনকি, ভ্যাকসিন পিছু 1200 টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ । লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । এই নিয়েই শুরু হয়ে যায় বচসা । বচসা রূপ নেয় হাতাহাতিতে । দালাল চক্রের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয় ।

আরও পড়ুন :অপরাধ দমনে এবার স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে

ভ্যাকসিন নিতে আসা ব্যাক্তিদের মধ্যে অনুরাধা দেব, মধুমিতা মণ্ডল বলেন, "সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি ৷ কিন্তু, ভ্যাকসিনের লাইনে অন্য লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে । 1200 টাকা চাইছে দালাল চক্র । দারুণ বেনিয়ম চলছে এখানে ।" বোলপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায় বলেন, "একটা বিশৃঙ্খলা হয়েছে । আমরা বিষয়টি দেখছি ।"

ABOUT THE AUTHOR

...view details