বোলপুর, 29 মে : এবার কোভিড ভ্যাকসিনেও সক্রিয় দালাল চক্র । বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার সময় দালাল চক্রের অভিযোগ ওঠে ৷ যাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক গন্ডগোল । পরে ধাক্কাধাক্কি, হাতাহাতি শুরু হয় । দালাল চক্রের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা যুক্ত বলেও অভিযোগ । খবর পেয়ে বোলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলছে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ । প্রতিদিন 120 জন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ তার জন্য ভোর 4 টে থেকে লাইনে দাঁড়িয়ে নাম লেখাতে হচ্ছে । 120 জন হয়ে গেলে আর নাম লেখা হচ্ছে না । অভিযোগ, সক্রিয় দালাল চক্র স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে মিশে ভ্যকাসিন দেওয়ার তালিকায় অন্যদের নাম ঢুকিয়ে দিচ্ছে ৷ এছাড়াও, লাইনে দাঁড়িয়ে থাকছেন অন্য ব্যাক্তি আর ভ্যাকসিন দেওয়া হচ্ছে অন্য ব্যাক্তিকে ।