বোলপুর, 24 মে : অনুব্রত মণ্ডলের চিকিৎসা সঠিক হচ্ছে কি না, তা নিয়ে এবার আরটিআই করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা (BJPs Anupam Hazra submits RTI Application to konw about TMCs Anubrata Mandal Treatment Details) ৷ অসম্পূর্ণ চিকিৎসার জন্য সিবিআই ও ইডির কাছে হাজিরা দিতে পারছেন না বীরভূমের এই নেতা, তাও উল্লেখ করেন অনুপমবাবু ৷ অনুব্রত মণ্ডলকে 'কাকু' বলে সম্বোধন করে থাকেন অনুপম হাজরা ৷ তাঁর হাত ধরেই একদা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন অনুপম ৷
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) কথায় প্রথম বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন বিশ্বভারতীর অধ্যাপক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) । জয়ী হওয়ার বছর দুই পর থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর ৷ তৃণমূল থেকেই একাধিক অনুব্রত বিরোধী ও দল বিরোধী মত প্রকাশ করতে দেখা যায় সাংসদ অনুপম হাজরাকে । পরে তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করে ৷ এরপরেই বিজেপিতে যোগ দেন তৃণমূল সাংসদ অনুপম হাজরা । বর্তমানে তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ।
এদিন এসএসকেএম হাসপাতালে তিনি একটি আরটিআই করেন ৷ তথ্য জানার অধিকার আইন 2005 অনুযায়ী তিনি জানতে চান, অনুব্রত মণ্ডলের চিকিৎসা সঠিক হচ্ছে কি না ৷ কেন বার বার অসম্পূর্ণ চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে । অনুব্রত মণ্ডলকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হচ্ছে না তো ? এই প্রশ্নও তোলেন বিজেপির এই নেতা ৷