ইলামবাজার, 24 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 150 জন ৷ বীরভূমের ইলামবাজারের এই যোগদান কর্মসূচিতে ওই 150 জনকে স্যানিটাইজ করল ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ কারণ তাঁদের শরীরে ‘বিজেপি’র ভাইরাস’ ছিল ৷ সেই ভাইরাস তাড়াতে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে বলে জানিয়েছেন ইলামবাজার ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় ৷ আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে নিন্দা ৷ এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলকে পাল্টা ভাইরাস বলে কটাক্ষ করেছে ৷
2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছে তৃণমূল ৷ সেই সঙ্গে পদ্মশিবিরের তরফে অভিযোগ তোলা হয়েছে, ক্ষমতায় ফিরেই বিজেপির নেতা ও কর্মীদের উপর অত্যাচার করছে তৃণমূল ৷ যা নিয়ে বর্তমানে আদালতে শুনানি চলেছে ৷ এই পরিস্থিতিতে বীরভূমের ইলামবাজারে 150 জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তবে, তৃণমূলে নেওয়ার আগে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৷ এ কথা স্বীকারও করে নিয়েছে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ তাঁদের দাবি, তৃণমূলে আসা ওই 150 জনের শরীরে বিজেপির ভয়ানক ভাইরাস ছিল ৷ সেই ভাইরাসকে মারতেই এই স্যানিটাইজেশন ৷
এ নিয়ে ইলামবাজার ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, ‘‘ওই বিজেপি কর্মীরা স্বীকার করেছেন, যে তাঁরা বিজেপিতে গিয়ে ভুল করেছেন ৷ তাই তৃণমূলে ফিরতে চেয়েছিলেন ৷ তবে, তৃণমূলে ফেরানোর আগে তাঁদের শর্ত দেওয়া হয়েছিল, দলের পতাকা হাতে তোলার আগে সবাইকে শুদ্ধ অর্থাৎ, স্যানিটাইজ হতে হবে ৷’’ বিজেপি থেকে তৃণমূলের ফিরতে চাওয়া ওই 150 জন সেই শর্ত মেনেও নিয়েছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা ৷ আজ স্যানিটাইজ করার পর, তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইলামবাজার ব্লকের তৃণমূল সভাপতি ফজলুল হক ৷