বোলপুর, 15 জুলাই : বিজেপি সমর্থক হওয়ায় করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ৷ এই অভিযোগে এবার বোলপুর মহকুমা শাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি নেতা কর্মী ৷ এদিনের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন বীরভূম জেলা থেকে বিজেপির জেতা একমাত্র আসন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ৷ তিনি অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা ঠিক মতো ভ্যাকসিন পাচ্ছেন না ৷ এমনকি তাঁরা ভ্যাকসিন নেওয়ার জন্য গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
বোলপুরে বিজেপি নেতা ও কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করল স্থানীয় নেতৃত্ব ৷ বিজেপি কর্মী হওয়ার কারণেই তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দুবরাজপুর বিধায়ক অনুপ সাহা ৷ আর এর পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর তারই প্রতিবাদে আজ মহকুমা শাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি নেতা কর্মীরা ৷ যে বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক অনুপ সাহা ৷