দুবরাজপুর, 18 এপ্রিল: দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, BJP কর্মীদের এলাকা ছাড়া করতে তৃণমূলের গুন্ডাবাহিনী গুলি চালায়, বোমা ছোড়ে। BJP কর্মীদের বাড়িতে ঢুকে লুটপাট করে। বাড়ির মহিলাদেরও মারধর করে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বসহরি গ্রামে। ঘটনায় আহত 5 BJP কর্মী।
দুবরাজপুরে BJP কর্মীদের মারধর, বাড়িতে লুট; অভিযুক্ত তৃণমূল
দুবরাজপুরে দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত 5 BJP কর্মী।
গতকাল দুপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলের হয়ে দেওয়াল লিখন করছিল দলীয় কর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় প্রায় 50 থেকে 60 তৃণমূল কর্মী বাইকে করে এসে তাদের উপর চড়াও হয়। দেওয়াল লিখনে বাধা দেয়। BJP কর্মীদের মারধর শুরু করে। BJP কর্মীদের কারোর মাথা ফেটে যায়। কারোর হাতে, পায়ে, পিঠে আঘাত লাগে। ঘটনাস্থান থেকে কিছুটা দূরে আরও কয়েকজন BJP কর্মী দেওয়াল লিখন করছিল। তাদের এলাকা ছাড়া করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। গুলি চালায়। আহতদের দুবরাজপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে। BJP-র অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী মহিলাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। তাদের মোবাইল কেড়ে নেয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।