পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Angry BJP worker: গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপিকর্মী

বিজেপি করার জন্য মিলছে না গ্যাসের সংযোগ, এমনকী গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ সংক্রান্ত সরকারি অনুষ্ঠানে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলির সামনেই এক মহিলা বিজেপিকর্মী ক্ষোভ উগরে দিলেন (BJP worker angry with Central Petroleum Minister Over Gas Price Hike) ৷

Angry BJP worker
গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপিকর্মী

By

Published : Jul 15, 2022, 8:28 PM IST

বোলপুর, 15 জুলাই: উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ সংক্রান্ত সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রীর সামনেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক মহিলা বিজেপি-সমর্থক (BJP Worker Angry with Central Petroleum Minister Over Gas Price Hike) ৷ এছাড়া বিজেপি করার জন্য মিলছে না গ্যাসের সংযোগ, এমনও অভিযোগ উঠে আসে ৷ যদিও, রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্য এই সমস্যা হচ্ছে ৷ আমরাও চাই পেট্রল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণ করতে ৷ মন্ত্রীর আরও অভিযোগ, রাজ্য সরকার সহযোগিতা করে না ৷ সরকারি অনুষ্ঠানে জেলাশাসক-সহ কোনও আধিকারিক এসে দেখাই করেননি ৷

শুক্রবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে উজ্বলা গ্যাসের সংযোগ সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় । সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি । এছাড়াও ছিলেন ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সংস্থার আধিকারিকেরাও । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে একশো শতাংশ উজ্জ্বলা যোজনার সংযোগ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সংকল্প নেয় কেন্দ্রীয় সরকার ।

আরও পড়ুন :টাকা নিয়ে উজ্জ্বলা গ্যাস দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

এই অনুষ্ঠানে বোলপুরের এক মহিলা বিজেপিসমর্থক পূর্ণিমা হাজরা মন্ত্রীর সামনেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দেন । তিনি বলেন, "দিনের পর দিন গ্যাসের এত দামে নাজেহাল আমরা ৷ গ্যাসের দাম কমান । উজ্জ্বলা যোজনার কানেকশন নিলেও গ্যাসের এত দাম, আর পারা যাচ্ছে না ।"

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপিকর্মী

লাভপুরের মৌগ্রামের আরেক বিজেপিসমর্থক প্রমীলা চৌধুরী বলেন, "বিজেপি করার জন্য গ্যাসের কানেকশন দিচ্ছে না ৷" যদিও, রাষ্ট্রমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দামের জন্য গ্যাসের-পেট্রলের দাম বাড়ছে ৷ আমরাও চাই দাম কমুক ।"

মন্ত্রী আরও বলেন, "রাজ্য সরকার কোনও সহযোগিতা করে না । দেখছেন না আমি মন্ত্রী এখানে এসেছি, নিয়ম অনুযায়ী জেলাশাসকের উচিত এসে দেখা করা ৷ কিন্তু, কেউই আসেনি ৷ রাজ্য সরকার কেন্দ্রের সব প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details