কলকাতা, 27 মার্চ : বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তকে প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh) ৷ রামপুরহাট গণহত্যায় সিবিআই তদন্তের প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী বগটুই গ্রামে গিয়ে রাজধর্ম পালন করেছেন ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে সেখানে প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা ৷ আর আজ যখন সিবিআই পুরোদমে তদন্ত শুরু করেছে ৷ ঠিক তখনই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী ৷’’
কুণাল ঘোষ এ দিন অভিযোগ করেছেন, আদালতের নির্দেশে সিবিআই যখন নিরপেক্ষভাবে তদন্ত শুরু করেছে ৷ তখন রামপুরহাটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, এ ভাল, ও খারাপ ৷ শুভেন্দুর এমন কথা তদন্তে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র ৷ অন্য মামলার প্রসঙ্গ টেনে সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, অন্য মামলায় সিবিআইয়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও, তাঁকে ধরা হয়নি ৷ কারণ, শুভেন্দু বিজেপি নেতা ৷ তাই এই সিবিআই তদন্তের নিরপেক্ষতা আদৌ রয়েছে কিনা, সেই প্রশ্ন তোলেন কুণাল ৷