BJP-তৃণমূল দুটোই বিশ্বভারতীর অনিষ্টকারী শক্তি : সৃজন - visva bharati isu sfi
বিশ্বভারতীতে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড ঘটে তার জন্য BJP ও তৃণমূল উভয়কেই দায়ি করল SFI ৷ বোলপুরে নাগরিক কনভেনশনে SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ , BJP ও তৃণমূল উভয়েই শিক্ষা প্রতিষ্ঠানের অনিষ্টকারী শক্তি।
সৃজন ভট্টাচার্য
শান্তিনিকেতন, 22 অগাস্ট : "বিশ্বভারতীকে BJP-র গোয়ালঘর বানানো যাবে না ৷ তৃণমূলের গুন্ডামিও চলবে না", বললেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বিশ্বভারতীর ঘটনার প্রেক্ষিতে এদিন বোলপুরে নাগরিক কনভেনশনে আয়োজন করা হয়। SFI ও DYFI-এর তরফে সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিশ্বভারতীতে BJP ও তৃণমূল রাজনৈতিক লড়াই প্রসঙ্গ তুলে ধরা হয় বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে।