পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 23, 2020, 8:32 AM IST

ETV Bharat / state

BJP-তৃণমূল দুটোই বিশ্বভারতীর অনিষ্টকারী শক্তি : সৃজন

বিশ্বভারতীতে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড ঘটে তার জন্য BJP ও তৃণমূল উভয়কেই দায়ি করল SFI ৷ বোলপুরে নাগরিক কনভেনশনে SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ , BJP ও তৃণমূল উভয়েই শিক্ষা প্রতিষ্ঠানের অনিষ্টকারী শক্তি।

SFI
সৃজন ভট্টাচার্য

শান্তিনিকেতন, 22 অগাস্ট : "বিশ্বভারতীকে BJP-র গোয়ালঘর বানানো যাবে না ৷ তৃণমূলের গুন্ডামিও চলবে না", বললেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বিশ্বভারতীর ঘটনার প্রেক্ষিতে এদিন বোলপুরে নাগরিক কনভেনশনে আয়োজন করা হয়। SFI ও DYFI-এর তরফে সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিশ্বভারতীতে BJP ও তৃণমূল রাজনৈতিক লড়াই প্রসঙ্গ তুলে ধরা হয় বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে।

SFI সম্পাদক সৃজন ভট্টাচার্য
পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে বিশ্বভারতী জুড়ে। আশ্রমিক, পড়ুয়া, বোলপুর-শান্তিনিকেতন বাসিন্দারা চান না পৌষমেলার মাঠে প্রাচীর হোক। অন্যদিকে, প্রাচীর দেওয়া প্রসঙ্গে যুক্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রাচীর নির্মাণ কাজ শুরু হলে কয়েক হাজার মানুষ চড়াও হয়ে তাণ্ডব চালায় বিশ্বভারতী জুড়ে। সেখানে দেখা যায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের। JCB মেশিন এনে ভেঙে দেওয়া হয় পৌষমেলার গেট। সমগ্র ঘটনা নিয়ে নিন্দার ঝড় শিক্ষা মহলে। এদিন বোলপুরের দমকল দপ্তরের সামনে রাস্তায় একটি নাগরিক কনভেনশনে আয়োজন করা হয় SFI ও DYFI-এর তরফে। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীকে BJP-র গোয়ালঘর বানানো চলবে না পাশাপাশি বিশ্বভারতীতে তৃণমূলের গুন্ডামিও চলবেনা। আমরা এই দুটোর বিরুদ্ধে। দুটোই শিক্ষা প্রতিষ্ঠান অনিষ্টকারী শক্তি। যদি জনরোষ হয় তবে সাধারণ মানুষের কাছে JCB মেশিন থাকে না। এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ।"

ABOUT THE AUTHOR

...view details