মহম্মদ বাজার, 5 জুলাই : BJP-র মহম্মদবাজার মণ্ডল কমিটির সম্পাদক ও ভাঁড়কাটা পঞ্চায়েতের BJP সভাপতি মাধব মির্ধা, তাপস ঘোষ সহ কয়েকজন তৃণমূলে যোগ দিলেন । তাঁরা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলে যোগদানের জন্য লিখিত আবেদন করেছিলেন ।
কয়েকদিন আগেই তাঁরা তৃণমূলে যোগদানের কথা বলেছিলেন । আজ রামপুরহাটে দলীয় কার্যালয়ে এসে লিখিতভাবে আবেদন জানান তাঁরা । একুশে জুলাই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এই কয়েকজনের সঙ্গে প্রায় 1200 BJP কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন ।
বীরভূমে তৃণমূলে যোগ একাধিক BJP নেতা-কর্মীর
21 জুলাই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন কয়েকজন BJP নেতা-কর্মী । তাঁরা আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলে যোগদানের জন্য আবেদন করেছিলেন ।
ছবি
তাপস ঘোষ বলেন, " উন্নয়নের স্বার্থেই BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সততায় অনুপ্রাণিত হয়ে আমি এবং আমার সঙ্গে আমার এলাকার কয়েকশো মানুষ একুশে জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেব।"
আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ কয়েকজনকে আমরা তৃণমূলে যোগদানের অনুমতি দিয়েছি । আজ থেকেই তারা দলের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন । তবে আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই তাঁদের দলীয় পতাকা তুলে দেওয়া হবে।"