বোলপুর, 6 জুন :কর্মীদের ঘরে ফেরাতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া বহু বিজেপি কর্মী । তাঁদের ঘরে ফেরানোর দাবিতে আজ বোলপুর ও শান্তিনিকেতন থানায় উপস্থিত হন ধ্রুব সাহাসহ বিজেপির নেতারা ৷
নির্বাচনের ফল প্রকাশের পরে পরেই বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুঠপাটের ঘটনা ঘটে । গ্রামছাড়া বহু বিজেপি কর্মী । এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাসহ অন্যান্য নেতৃত্ব বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দেন । তাঁদের দাবি, এই দুটি থানা এলাকায় সব থেকে বেশি বিজেপি কর্মী ঘরছাড়া ।