পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরছাড়াদের ফেরানোর দাবিতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় বিজেপির ডেপুটেশন - Demanding the return of the displaced workers of bjp

এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাসহ অন্যান্য নেতৃত্ব বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দেন । তাঁদের দাবি, এই দুটি থানা এলাকায় সব থেকে বেশি বিজেপি কর্মী ঘরছাড়া ।

ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় বিজেপি
ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় বিজেপি

By

Published : Jun 6, 2021, 9:36 PM IST

বোলপুর, 6 জুন :কর্মীদের ঘরে ফেরাতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া বহু বিজেপি কর্মী । তাঁদের ঘরে ফেরানোর দাবিতে আজ বোলপুর ও শান্তিনিকেতন থানায় উপস্থিত হন ধ্রুব সাহাসহ বিজেপির নেতারা ৷

নির্বাচনের ফল প্রকাশের পরে পরেই বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুঠপাটের ঘটনা ঘটে । গ্রামছাড়া বহু বিজেপি কর্মী । এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাসহ অন্যান্য নেতৃত্ব বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দেন । তাঁদের দাবি, এই দুটি থানা এলাকায় সব থেকে বেশি বিজেপি কর্মী ঘরছাড়া ।

এদিন ডেপুটেশন দেওয়ার পর বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "আমাদের কর্মীরা ঘরছাড়া । তাঁদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে ৷ আমরা বললাম পুলিশকে। পুলিশের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷" প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অবিলম্বে ঘরে ফেরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

কর্মীদের ঘরে ফেরাতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা

আরও পড়ুন :এসটিএফ ও বীরভূম পুলিশের যৌথ অভিযানে উদ্ধার পিস্তল-গুলি-বিস্ফোরক

ABOUT THE AUTHOR

...view details