ময়ূরেশ্বর, 30 জুন : তালিকায় নাম রয়েছে। তাও BJP করায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি মিলছে না। এই অভিযোগে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দিতে 30 থেকে 40 হাজার টাকা চাওয়া হচ্ছে ।
BJP-র অভিযোগ, গ্রামের 400 বাসিন্দা তাঁদের প্রাপ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি । তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া হয়েছে । তার উপর কাটমানি নেওয়া হচ্ছে । তাই BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে BDO-কে একটি ডেপুটেশন দেওয়া হয় ।