সিউড়ি, 9 জুলাই : IT সেলকে সক্রিয় করতে অনুব্রত মণ্ডলের বৈঠকের পরে পরেই আজ BJP তাদের IT সেলকে নতুন করে সাজাল। এদিন, BJP-র তরফে জেলায় বিধানসভা ভিত্তিক IT সেলের দায়িত্ব দেওয়া হয় ৷ তাদের নাম ঘোষণা করেন BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। কোরোনা আবহে প্রকাশ্য জনসভা, কর্মীসভা, মিছিল প্রভৃতি করা সম্ভব নয়। সামনে বিধানসভার নির্বাচন। তাই প্রচারের ক্ষেত্রে সোশাল নেটওয়ার্ক সাইটগুলিতে জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। সেই মত দলের IT সেলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরে পরেই নতুন করে দলের IT সেল সাজাল BJP ।
অনুব্রত মণ্ডলের বৈঠকের পরই বীরভূমে নতুন করে IT সেল গঠন BJP-র - বীরভূমে নতুন করে IT সেল গঠন BJP-র
সামনে বিধানসভার নির্বাচন। সেজন্য সোশাল নেটওয়ার্কিং সিস্টেমকে জোরদার করতে লেগেছে তৃণমূল ও BJP ৷ সিউড়িতে দলের IT সেলকে সক্রিয় করতে অনুব্রত মণ্ডল আজ সেখানকার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন ৷ এই বৈঠকের পরেই BJP-পক্ষ থেকে নিজেদের IT সেলকে সাজাবার উদ্যোগ নেওয়া হয় ৷
2021-এ বিধানসভা নির্বাচন ৷ তার আগে দুপক্ষই নিজেদের IT সেলকে সাজাতে উদ্যোগী হয়েছে ৷ বিধানসভা ভোটের আগে রাজ্যে BJP তাদের IT সেলকে আরও মজবুত করছে।ওয়াকিবহাল মতে সোশাল নেটওয়ার্ক সিস্টেমে BJP অন্যান্য দল থেকে বেশ কিছুটা এগিয়ে আছে ৷ ইন্টারনেটে প্রচারের কাজ চালানোর জন্য দক্ষ কর্মী নিয়োগ করেছে গেরুয়া শিবির ৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেস তাদের IT সেলকে শক্তিশালী করার কাজে উদ্যোগী হয়েছে ৷
আজ, সিউড়িতে একটি বৈঠক করে বিধানসভা ভিত্তিক IT সেল গঠন করেন BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। বীরভূমে দলের IT সেলের দায়িত্ব দেওয়া হয় ভাস্কর মণ্ডলকে। সিউড়ি, রামপুরহাট, বোলপুর, নানুর বিধানসভায় IT সেলকে বেশি জোর দেওয়া হয়। যাতে দলের যেকোনও কর্মসূচি প্রচার করা যায়। BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "IT সেলের প্রত্যেককে সঠিক তথ্য, দলের কর্মসূচি, কার্যকলাপ প্রচার করতে বলেছি ।