বোলপুর, 4 অগস্ট: অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি শান্ত করতে কি বিজেপি ব্যর্থ, দিল্লি সংক্রান্ত বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ? ইটিভি ভারতের প্রশ্নের মুখোমুখি হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । পাশাপাশি নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতীর উপাচার্যকে 'অপদার্থ' বলেও কটাক্ষ করলেন তিনি ৷ এমনকি, অনুব্রতর তিহাড় যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে চলতে সংঘাত নিয়েও মুখ খুললেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷
ইটিভি ভারত: এই রাজ্য থেকে একমাত্র আপনি বিজেপির সর্বভারতীয় পদে। 2024 এর লোকসভা নির্বাচনে পরিকল্পনা কী ? 'দুর্নীতি' প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে খুব একটা সুবিধা কি করতে পারবেন ?
অনুপম হাজরা: তৃণমূল আসার পর থেকে লোকে ভাবে দুর্নীতি করাটা রাজনৈতিক নেতাদের একটা অধিকার । তৃণমূল নেতাদের সঙ্গে দুর্নীতি শব্দ ওতোপ্রোতোভাবে যুক্ত । তাই মানুষের সয়ে গিয়েছে । অন্যদিকে, বিতৃষ্ণাও এসে গিয়েছে । দুর্নীতিগ্রস্ত সরকার, পুরোটাই চোরের দল । আমরা যেটা করব মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলেই হবে ।
ইটিভি ভারত: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেখানে শান্তি ফেরাতে মধ্যস্ততা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এদেশে মণিপুর জ্বলছে । তা নিয়ে তিনি নীরব । এটা কি বিজেপি সরকারের ব্যর্থতা নয় ?
অনুপম হাজরা: ইতিহাস যদি দেখেন 1990-এর দিকে হওয়া মণিপুরের সংঘর্ষ সমাধান করতে সরকারের 10 বছর লেগেছিল ৷ বর্তমান সমস্যা তো ছ'মাসও গড়ায়নি । একটু সময় দিন । আমাদের গৃহমন্ত্রী (অমিত শাহ) সংঘর্ষ মেটাতে যথেষ্ট পটু । খুব দ্রুত মণিপুর সমস্যার সমাধান হবে ।
আরও পড়ুন:অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী
ইটিভি ভারত: ধ্বনি ভোটে দিল্লি বিল লোকসভায় পাশ হল । এই বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ?
অনুপম হাজরা: লোকসভা গণতন্ত্রের মন্দির । সেখানে যেটা পাস হবে, সেটা নিয়ে কথা বলার আমাদের আর জায়গা থাকে না । সেটা নিয়ে কথা বলাটাই নির্বুদ্ধিতার পরিচয় ৷ অর্থাৎ পার্লামেন্টে যেটা পাস হয়েছে, সেটা মানুষকে মেনে নিতে হবে ।
ইটিভি ভারত: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালি গর্ব । তাঁকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে ভাষায় আক্রমণ করছেন, সেটা কীভাবে দেখছেন । অধ্যাপক সেন একাধিকবার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন, তাই কি উপাচার্য তাঁকে হেনস্তা করছেন ? উপাচার্য কি বিজেপির লোক ?
অনুপম হাজরা: উপাচার্য নিজেকে বিজেপি বলে প্রমাণ করতে চাইছেন ৷ কারণ, মেয়াদ শেষ হয়ে আসছে ৷ তাই ওঁর সুপ্ত বাসনা রাজ্যপাল হবেন বা ভিসি পদটা যাতে রি-নিউ (পুর্ননবীকরণ) হয় । অন্যদিকে, অমর্ত্য সেন যা জ্ঞান অর্জন করেছেন অধিকাংশটাই বিদেশে ঢেলেছেন ৷ সরকারের যে কোনও কাজে উনি টিপ্পনি কাটেন ৷
কিন্তু এই উপাচার্য ফালতু লোক । বহিরাগত ৷ শান্তিনিকেতনে পালস বোঝেন না । বিশ্বভারতীর কোনও কর্মকাণ্ডে আশ্রমিকদের সামিল করেন না ৷ এই রকম একটা অপদার্থ উপাচার্য থাকলে বিশ্বভারতী মান যাবে । যেখানে মোদিজী আচার্য । আর তো কয়েকদিন, ওঁর মেয়াদ শেষ হতে চলেছে । আমি নিজে বহুবার ওঁর নামে একাধিক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দিয়েছি ।