সিউড়ি, 16 জুলাই: বীরভূমের প্রশাসনিক বৈঠকের ডাক পেয়েছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা । আজ বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগে সেই বৈঠকে অংশ নেন বীরভূমের একমাত্র বিরোধী বিধায়ক । বৈঠকে বিজেপি বিধায়ককে নিজের বক্তব্য ও মতামত দেওয়ার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ।
বীরভূমের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত বিজেপি বিধায়ক, পেলেন কথা বলার সুযোগও - TMC MP Satabdi Roy
এর আগের প্রশাসনিক বৈঠকেগুলিতে বীরভূমের একমাত্র বিরোধী বিধায়ক দুবরাজপুরের অনুপকুমার সাহা আমন্ত্রণ পাননি । তবে এবার বীরভূম জেলা শাসকের সঙ্গে বৈঠকে আমন্ত্রণ পেলেন তিনি । বৈঠকে বিজেপি বিধায়ককে নিজের বক্তব্য ও মতামত দেওয়ার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ।
![বীরভূমের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত বিজেপি বিধায়ক, পেলেন কথা বলার সুযোগও Administrative Meeting of Birbhum](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12479915-thumbnail-3x2-top.jpg)
বিধানসভা নির্বাচন শেষ হয়ে সরকার গঠন হওয়ার পর বীরভূমের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে । তবে এর আগের সেই বৈঠকেগুলিতে বীরভূমের একমাত্র বিরোধী বিধায়ক দুবরাজপুরের অনুপকুমার সাহা আমন্ত্রণ পাননি । তবে এবার বীরভূম জেলা শাসকের সঙ্গে বৈঠকে আমন্ত্রণ পেলেন তিনি ।
শুক্রবার বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল । বৈঠকে উপস্থিত রয়েছেন বীরভূমের বিভিন্ন এলাকার বিধায়ক, সাংসদরা । আর এই বৈঠকেই এবার যোগ দিলেন বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা ।
বৈঠক শেষে অনুপকুমার সাহা বলেন, " উন্নয়নমূলক কাজে দল-মত নির্বিশেষে সকলকে নিয়েই আলোচনা করলে সাধারণ মানুষদের উপকার হবে । অনেক সমস্যা রয়েছে, যেমন একশো দিনের কাজ অনেকে ঠিক মতো পাচ্ছেন না । নির্মল বাংলা গ্রাম ঘোষণার পরও সেই গ্রামে শোচালয় নেই । নিশ্চিত ভাবে আমি আমার বিষয় রেখেছি । যেখানে যেখানে মনে হয়েছে তাঁরা নোট করছেন। আমার সব কথা তাঁরা শুনেছেন। "