শান্তিনিকেতন, 18 অগস্ট : বিতর্ক ও বিশ্বভারতী, কার্যত সমার্থক হয়ে উঠেছে ৷ একটি বিতর্ক থামার আগে রবি ঠাকুরের প্রতিষ্ঠা করা এই বিশ্ববিদ্য়ালয়ে নতুন বিতর্ক জন্ম ৷ এটাই দস্তুর হয়ে উঠেছে ৷ যেমন নিল বুধবার ৷
এদিন কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে একটি অনুষ্ঠান হয় বিশ্বভারতীতে (Visva Bharati University) ৷ সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাছাড়া ছিলেন বিজেপির বিধায়ক অতনু সাহা ৷ কিন্তু সরকারি সেই অনুষ্ঠানে বিজেপি নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গিয়েছে ৷ বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ আরও বেশ কয়েকজন নেতা সেখানে হাজির ছিলেন ৷
আরও পড়ুন :Honest Hotel Owner: কুড়িয়ে পাওয়া 4.5 লাখ টাকা ফেরালেন হোটেল ব্যবসায়ী
আর তাই নিয়েই শুরু বিতর্ক । সরকারি অনুষ্ঠানে কেন বিজেপি (BJP) নেতারা উপস্থিত থাকার অনুমতি পেলেন, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ একই সঙ্গে অভিযোগ, এদিনের অনুষ্ঠানে অনেক পড়ুয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ এমনকী, অনেক অধ্যাপকও প্রবেশের অনুমতি পাননি ৷ তাহলে বিজেপি নেতারা কেন উপস্থিত হলেন ?