নানুর, 15 সেপ্টেম্বর :"এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোনও দিন দেখেনি ৷ " আজ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এই মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন BJP নেতা অনুপম হাজরা, বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ ।
গত 6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন BJP কর্মী স্বরূপ গড়াই । অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । তাঁর পরিবারের হাতে আজ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুলবাবু বলেন, "সারা বাংলায় শহিদ পরিবারগুলিকে দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে । গত একবছরে এই নিয়ে বীরভূমে 9 জন BJP কর্মী খুন হলেন । "
মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, "আমরা প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখার্জি, সিদ্ধার্থশংকর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী দেখেছি ৷ কাউকে বলতে শুনিনি লণ্ডনে শেলি, কিটস, বায়রনের সঙ্গে রবীন্দ্রনাথের মিটিং হয়েছিল ৷ কোনও দিন শুনিনি রামমোহন রায় এই বিধানসভার সদস্য ছিলেন ৷ কোনও দিন শুনিনি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধিজির অনশন ভাঙিয়েছিলেন ৷ এগুলো মমতা ব্যানার্জির পক্ষেই বলা সম্ভব ৷ সুতরাং এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায় ৷ আর আমরা সেই পাপ করতে সাহায্য করেছি ৷ তাই আজ পাপস্খলন করতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি ৷ "