মহম্মদবাজার,6 জুলাই :পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগেও বাংলায় মৃত্যু থামছে না। এবার শ্বাসরোধ করে খুন করা হল বিজেপি নেতাকে। বীরভূমের মহম্মদবাজারের হিংলো গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহত বিজেপি নেতা দিলীপ মাহারা বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী বলে জানা যাচ্ছে ৷ খুনের ঘটনায় স্থানীয় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি নেতৃত্বের ৷ দাবি, প্রমাণ না রাখতেই শ্বাস রোধ করে দিলীপ মাহারাকে খুন করেছে তৃণমূলের লোক ৷ পুলিশের মদতেই খুন বলেও দাবি গ্রামবাসীর ৷ খুনের ঘটনাকে কেন্দ্র করে মহম্মদবাজার পুলিশের সঙ্গে গ্রামবাসীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়।
বৃহস্পতিবার সকালে মহম্মদবাজারের চন্দ্রপুর সারেন্ডার রাস্তায় একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় দিলীপ মাহারার দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এছাড়া, দেহের পাশে কয়েকটি কার্তুজের খোলাও মিলেছে ৷ যদিও দেহে গুলির চিহ্ন নেই ৷ বিষয়টি ঘিরে গ্রামবাসীদের ক্ষোভ তীব্র হয়। খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ বাজার পুলিশের বিরুদ্ধে । অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ ময়নাতদন্তের নিয়ে যেতেও বাধা দেওয়া হয় ৷ মৃতের ছেলে উৎপল মাহারা বলেন, " বাবাকে খুন করা হয়েছে ৷ পুলিশ সব প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই।"