পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমাকে মারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভাই অনাথ হয়ে যাবে : অর্জুন - CAA and NRC

বীরভূমের মল্লারপুরে মঙ্গলবার CAA-র সমর্থনে মিছিল করে BJP । ওই মিছিলে নেতৃত্ব দেন অর্জুন সিং । তিনি বলেন, " আমি যেদিন থেকে তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি আমার বিরুদ্ধে 61টি মামলা রুজু করা হয়েছে । আমি দিদিমণিকে 100টি মামলা করতে বলেছি । আমার নাম গিনেজ় বুকে উঠবে ।"

The march in support of the CAA
CAA সমর্থনে মিছিল

By

Published : Jan 1, 2020, 1:38 AM IST

Updated : Jan 1, 2020, 8:25 PM IST

মল্লারপুর, 31 ডিসেম্বর: "আমার উপর হামলা হলে আমি সঙ্গে সঙ্গে জবাব দিই । সময় দিই না । আমাকে মারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভাই অনাথ হয়ে যাবে ।" তৃণমূলকে আক্রমণ করে একথা বললেন BJP নেতা অর্জুন সিং । মঙ্গলবার বীরভূমের মল্লারপুরে CAA-র সমর্থন মিছিল করে BJP ৷ মিছিল শুরু হয় মল্লারপুরের বায়না মোড় থেকে । শহর পরিক্রমা করে বায়না মোড়ে মিছিল শেষ হয় ।

BJP-র পক্ষ থেকে মিছিল

সভাশেষে অর্জুন সিং বলেন, "আমি যেদিন থেকে তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি আমার বিরুদ্ধে 61টি মামলা রুজু করা হয়েছে । আমি দিদিমণিকে 100টি মামলা করতে বলেছি । আমার নাম গিনেজ় বুকে উঠবে ।"

মল্লারপুরে BJP-র সভায় অর্জুন সিং

আজ বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে অর্জুন বলেন, "বীরভূমে অনুব্রত বলে একটা গুন্ডা আছে, মমতা ব্যানার্জির গুন্ডা । যাকে পুলিশ পাহারা দিচ্ছে । আমি বুঝতে পারি না অনুব্রত কী এমন করেছে যে তাকে মহিলা পুলিশ দিয়ে পাহারা দিতে হচ্ছে ।"

অর্জুন সিংয়ের বক্তব্য

এছাড়া নাগরিকত্ব সংশোধনী বিল পাশ প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন " যে 8 জন সাংসদ CAB পাশের দিন রাজ্যসভায় অনুপুস্থিত ছিলেন, তাঁরা কেউ তৃণমূল কংগ্রেসে থাকবেন না ।"

Last Updated : Jan 1, 2020, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details