পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anupam Hazra: 'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম - উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক বসিয়েছেন ৷ উনি ভণ্ড বিজেপি সাজেন ৷" বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার ৷

Anupam Hazra
অনুপম হাজরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 4:59 PM IST

Updated : Nov 7, 2023, 5:20 PM IST

বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম

বোলপুর, 7 নভেম্বর:"উপাচার্যর মেয়াদ শেষ হলে শান্তিনিকেতন গোবরজল দিয়ে শুদ্ধিকরণ করব। প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক বসিয়েছেন ৷ উনি ভণ্ড বিজেপি সাজেন ৷" এই বিস্ফোরক মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে করে বসলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । দলীয় কর্মীদের নিয়ে মঙ্গলবার তৃণমূলের ধরনা মঞ্চের সামনে থাকা স্থায়ী রবীন্দ্র মূর্তিতে ফুল দেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ তারপরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি ৷ পাশাপাশি উপাচার্যের মেয়াদ বৃদ্ধি পাবে না, সেই কথাও নিশ্চিত করেন বিজেপি নেতা ।

17 সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে 'ইউনেসকো' । এরপরেই 3টি শ্বেত পাথরের ফলক বসানো হয় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ সেই ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম উল্লেখ করা হলেও, নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম । এই ঘটনায় এক প্রকার কবিগুরুর অবমাননা বলেই মনে করছেন রবীন্দ্রপ্রেমীরা ৷ 'ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ' এই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে 12 দিন ধরে মঞ্চ তৈরি করে চলছে ধরনায় বসেছে শাসকদল।

এদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে 5 পৃষ্ঠার ব্যঙ্গাত্মক চিঠি দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য । যা নিয়ে রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়ে গিয়েছে ৷ এই চিঠির প্রসঙ্গ তুলেই অনুপম হাজরা বলেন, "এই উপাচার্য বিশ্বভারতী পক্ষে ক্ষতিকারক । উনি নিজে বহিরাগত । শান্তিনিকেতন সম্পর্কে ওনার কোনও ধারণা নেই ৷ উনি পৌষমেলা, বসন্তোৎসব বন্ধ করে দিয়েছেন ৷ ওনার মেয়াদ বাড়বে না নিশ্চিত থাকুন ।" অনুপম হাজরা আরও জানান, "এই উপাচার্যের যেদিন মেয়াদ শেষ হবে , বোলপুর-শান্তিনিকেতন গোবরজল দিয়ে শুদ্ধিকরণ করব। প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক বসিয়েছেন ৷ উনি ভণ্ড বিজেপি সাজেন ৷ বিজেপির পক্ষে ক্ষতিকারক। রবীন্দ্রনাথ সবার। কবিগুরুকে নিয়ে রাজনীতি বন্ধ হোক ।"

আরও পড়ুন: মমতার সাহিত্যচর্চা নিয়ে ব্যঙ্গাত্মক চিঠি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতী উপাচার্যের

এই বিষয়ে পালটা কটাক্ষ করে তৃণমূলের বীরভূম জেলার মুখপাত্র জামসেদ আলি খান বলেন, "এতদিন বিজেপির দেখা ছিল না ৷ যেই উপাচার্যের মেয়াদ শেষ হয়ে আসছে, শান্তিনিকেতনের পবিত্র মাটি থেকে উপাচার্য চলে যাবেন যখন, তখন বিজেপি এসে নাটক করছে ।"

Last Updated : Nov 7, 2023, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details