পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anupam Hazra: অনুপম হাজরার সভামঞ্চ ভাঙচুর, বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ - Anupam Hazra Rally Stage Vandelised in Birbhum

BJP Leader Anupam Hazra: বুধবার বীরভূমের খয়রাশোলে বিজেপি নেতা অনুপম হাজরার বিজয়া সম্মিলনী ছিল ৷ সেই সভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির বিজেপিরই একাংশের বিরুদ্ধে ৷

Anupam Hazra
Anupam Hazra

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:07 PM IST

খয়রাশোল, 8 নভেম্বর: বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার সভার আগে মঞ্চ ভাঙচুর৷ অভিযোগের তীর অন্য গোষ্ঠীর বিরুদ্ধে । বাঁশ, লাঠি হাতে বিজেপির অন্য গোষ্ঠীর কর্মীরাই বিজেপি নেতার বিজয়া সম্মিলনীর মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ ।

বুধবার বীরভূমের খয়রাশোলে বিজেপির বিজয়া সম্মিলনী হওয়ার কথা ছিল ৷ সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার । ট্রাক্টরের মধ্যে সভামঞ্চ তৈরি করা হয়েছিল ৷ কিন্তু বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়ে সেই মঞ্চ ভেঙে দেয় বিজেপির অন্য গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ ৷

প্রসঙ্গত, বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিকবার নাম না করে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে । এছাড়াও, সদ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছেন অনুপম । এই ভাঙচুর তার জের কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷

এদিকে তাঁর সভার আগে ভাঙচুরের ঘটনায় সরাসরি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার নাম লিখে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করেন অনুপম ৷ তিনি লেখেন, "ভাড়া করা দুষ্কৃতি বাহিনী ফাঁকা মঞ্চের সুযোগ নিয়ে ভাঙচুর করে ।" তিনি আরও লেখেন, ‘‘প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলাম সেটাই সত্যিই হল ৷’’

অনুপম হাজরা আরও বলেন, "ফেসবুক লাইভে আমি দলের নেতাদের অপকর্ম তুলে ধরেছি । এই ধ্রুব সাহাদের অদক্ষতার কথা বলেছি ৷ তাই ইচ্ছাকৃত ভাবে আজকের মঞ্চ ভেঙে দিয়েছে ৷ এটা দলের সংবিধান বিরোধী কাজ ৷" যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ৷

আরও পড়ুন:'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম

ABOUT THE AUTHOR

...view details