খয়রাশোল, 8 নভেম্বর: বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার সভার আগে মঞ্চ ভাঙচুর৷ অভিযোগের তীর অন্য গোষ্ঠীর বিরুদ্ধে । বাঁশ, লাঠি হাতে বিজেপির অন্য গোষ্ঠীর কর্মীরাই বিজেপি নেতার বিজয়া সম্মিলনীর মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ ।
বুধবার বীরভূমের খয়রাশোলে বিজেপির বিজয়া সম্মিলনী হওয়ার কথা ছিল ৷ সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার । ট্রাক্টরের মধ্যে সভামঞ্চ তৈরি করা হয়েছিল ৷ কিন্তু বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়ে সেই মঞ্চ ভেঙে দেয় বিজেপির অন্য গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ ৷
প্রসঙ্গত, বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিকবার নাম না করে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে । এছাড়াও, সদ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছেন অনুপম । এই ভাঙচুর তার জের কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷