বোলপুর, 14 অক্টোবর: 'বলো হরি' ও 'রাম নাম সত্য হে' স্লোগানে তৃণমূলের শ্রাদ্ধ করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। 'চোর তৃণমূল' লেখা ফটো লাগিয়ে মালা পড়িয়ে সামনে গরু, কয়লা, বালি, পাথর থালায় সাজিয়ে শ্রাদ্ধ করা হল ৷ যা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। "তৃণমূল-কংগ্রেস মানুষের মন থেকে গত হয়েছে তাই শ্রাদ্ধ করলাম", পালটা বললেন অনুপম হাজরা।
শনিবার বোলপুরের একটি বেসরকারি হোটেলে দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি ৷ সেই অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা। দেখা গেল একটি চেয়ারে 'চোর তৃণমূল' লেখা একটি ছবি। সেখানে গাঁদা ফুলের মালা পরানো ৷ আর তার সামনে ধুপকাঠি, থালায় রাখা চাল, দই আর কয়লা, বালি, পাথর। এছাড়াও রয়েছে গরুর একটি ছোট মূর্তিও ৷
এছাড়া পোস্টারে লেখা ছিল- প্রাইমারি টেট। ফুল দিয়ে তৃণমূলের প্রতীক দেওয়া ছবিতে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করতেও দেখা যায় অনুপম হাজরাকে। এদিন দলীয় কর্মীদের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয় বিজেপির তরফে। তৃণমূলের শ্রাদ্ধতে খেয়ে যাওয়ার আমন্ত্রণ করতেও শোনা যায় অনুপম হাজরা থেকে শুরু করে অন্যান্য জেলা বিজেপি নেতাদের। তবে বিজেপির এই কর্মকাণ্ড নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।