পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের হিড়িক, 17টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে - 17 gram panchayats in Birbhum

সিপিআইএম থেকে বিজেপি একের পর এক মনোনয়ন প্রত্যাহার ৷ ফেল বিরোধীশূন্য নানুর ও বোলপুরের 17টি গ্রাম পঞ্চায়েত ৷ সেখানে তৃণমূলের জয় কেবল সময়ের অপেক্ষা ৷

nominations withdrawn
মনোনয়ন প্রত্যাহার

By

Published : Jun 17, 2023, 9:14 PM IST

বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের হিড়িক

বোলপুর, 17 জুন: বীরভূমে এখন আশান্তির খবর সেরকমভাবে নেই ৷ তবে এবার একের পর এক বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের হিড়িক লেগেছে । ফলে কার্যত বি না প্রতিদ্বন্দ্বীতায় নানুর ও বোলপুর ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সিপিআইএম ও বিজেপি প্রার্থীরা জনে জনে মনোনয়ন তুলে নিতে আসে শনিবার ৷ মনোনয়ন প্রত্যাহারের পিছনে কারণ হিসাবে সকলেই দর্শান ব্যক্তিগত সমস্যাকেই ৷ তবে মনোনয়ন জমার দু'দিনের মধ্যে এসে তা তুলে নেওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷ অনেকেই মনে করছেন শাসকের চাপেই মনোনয়নপত্র প্রত্যাহার করছে বিরোধীরা ৷ তবে প্রার্থীরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ ৷ তারা জানান, তৃণমূলের তরফে তাদের কোনরকম চাপ দেওয়া হয়নি ৷

মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বীরভূম জেলা জুড়ে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, রক্তাক্ত করে দেওয়া, দলীয় কার্যালয় ভাঙচুর, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের দৃশ্য দেখা গিয়েছে । তা সত্ত্বেও 167টি গ্রাম পঞ্চায়েতের 60 শতাংশ আসনে প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ কিন্তু, এ দিন দেখা গেল এক এক করে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন ৷ বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের আসনে বেশি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করছেন ৷ ফলে নানুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত ও বোলপুর-শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই কার্যত শাসকদলের দখলে চলে গেল ৷ গুটিকতক আসন ছাড়া বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের আসনে সম্পূর্ণ বি না প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:চন্দ্রকোনায় সিপিএম ও আইএসএফ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ হিসাবে কেউ বলছেন, 'শরীর অসুস্থ', কেউ বলছেন, 'পারিবারিক সমস্যার কারণে', কেউ বলছেন, 'মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চাই' প্রভৃতি । অর্থাৎ, ব্যক্তিগত কারণকেই দর্শাচ্ছেন বিরোধীরা ৷ তবে জেলা পরিষদের 100 শতাংশ আসনেই বিরোধী প্রার্থীরা আছেন এখনও পর্যন্ত । এছাড়া, পঞ্চায়েত সমিতির আসনের অধিকাংশ জায়গায় নির্বাচন হওয়ার কথা ৷ যদি সেখানেও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার না হয় ৷ বিজেপি ও সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন তোলা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, "কোনওরকম চাপ নেই, তৃণমূল কোনও ভয় দেখায়নি, মারধর করেনি৷ আমরা স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করলাম ৷ পারিবারিক সমস্যার জন্য তুলে নিলেম মনোনয়ন ।"

ABOUT THE AUTHOR

...view details