বোলপুর, 17 জুন: বীরভূমে এখন আশান্তির খবর সেরকমভাবে নেই ৷ তবে এবার একের পর এক বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের হিড়িক লেগেছে । ফলে কার্যত বি না প্রতিদ্বন্দ্বীতায় নানুর ও বোলপুর ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সিপিআইএম ও বিজেপি প্রার্থীরা জনে জনে মনোনয়ন তুলে নিতে আসে শনিবার ৷ মনোনয়ন প্রত্যাহারের পিছনে কারণ হিসাবে সকলেই দর্শান ব্যক্তিগত সমস্যাকেই ৷ তবে মনোনয়ন জমার দু'দিনের মধ্যে এসে তা তুলে নেওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷ অনেকেই মনে করছেন শাসকের চাপেই মনোনয়নপত্র প্রত্যাহার করছে বিরোধীরা ৷ তবে প্রার্থীরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ ৷ তারা জানান, তৃণমূলের তরফে তাদের কোনরকম চাপ দেওয়া হয়নি ৷
মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বীরভূম জেলা জুড়ে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, রক্তাক্ত করে দেওয়া, দলীয় কার্যালয় ভাঙচুর, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের দৃশ্য দেখা গিয়েছে । তা সত্ত্বেও 167টি গ্রাম পঞ্চায়েতের 60 শতাংশ আসনে প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ কিন্তু, এ দিন দেখা গেল এক এক করে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন ৷ বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের আসনে বেশি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করছেন ৷ ফলে নানুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত ও বোলপুর-শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই কার্যত শাসকদলের দখলে চলে গেল ৷ গুটিকতক আসন ছাড়া বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের আসনে সম্পূর্ণ বি না প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷